ছাড়পত্র পেল ‘তাণ্ডব’
আসছে ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘তাণ্ডব’। আজ বুধবার সিনেমাটি বিনাকর্তনে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। বিষয়টি সামাজিকমাধ্যমে নিশ্চিত করেছেন প্রযোজক শাহরিয়ার শাকিল।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২ ঘণ্টা ৯ মিনিট ৫২ সেকেন্ডের ‘তাণ্ডব’ সম্প্রতি সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছিল। এরপর বোর্ডের সদস্যরা সিনেমাটি দেখে একটি মাত্র সংশোধনী দেন। স্বাস্থ্য-সম্পর্কিত সতর্কীকরণ বিধি অনুসারে সিনেমায় ‘ধূমপান/ তামাক সেবন মৃত্যু ঘটায়’ সম্বলিত যে বার্তাটি উল্লেখ থাকে, সেটির ফন্ট সাইজ বড় করার পরামর্শ দেন তারা। এবার এই সংশোধনীর প্রেক্ষিতে আনকাট ছাড়পত্র পেল সিনেমাটি।
এদিকে, ‘তাণ্ডব’ দেখে ভূয়সী প্রশংসা করেছেন সার্টিফিকেশন বোর্ডের সদস্য কাজী নওশাবা আহমেদ। তিনি বলেন, ‘দুই দিন আগে স্ক্রিনিং হয়েছে “তাণ্ডব”র। ভালো হয়েছে ছবিটি। দারুণ মেকিং। এবারের ঈদের বাকি ছবিগুলোও ভালো হয়েছে। “ইনসাফ”, “নীলচক্র”, “টগর”, “এশা মার্ডার” সবগুলোই দেখা হয়েছে। আশা করি, রোজার ঈদের মতো এবারও সবকটা ছবি ভালো চলবে।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
উল্লেখ্য, ‘তাণ্ডব’-এ শাকিবের নায়িকা হিসেবে রয়েছেন সাবিলা নূর। বিশেষ একটি চরিত্রে দেখা যাবে জয়া আহসানকে। এ ছাড়াও অভিনয় করেছেন ডা. এজাজ, রোজী সিদ্দিকি, এফএস নাঈম প্রমুখ। শোনা যাচ্ছে, সিনেমার ক্যামিও চরিত্রে থাকছেন আফরান নিশো ও সিয়াম আহমেদ।
সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফী। প্রযোজনায় এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহ-প্রযোজনায় রয়েছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি। সহযোগিতা করেছে দীপ্ত টেলিভিশন।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট