গরু কিনতে যাওয়ার পথে বাবা-ছেলেসহ নিহত ৪
ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গায় বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ চারজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আজ বুধবার সকালে মহাসড়কের বাবলা তলার বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ৩ জনের বাড়ি মাদারীপুরের শিবচরে। তারা জেলার রাজৈরের টেকেরহাটে গরু কিনতে যাচ্ছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শিবচর উপজেলার ডাইয়ারচর গ্রামের ইব্রাহিম সরদার (৬৫), তার ছেলে মনির সরদার (৪০) ও ভাগ্নে তাঁরামিয়া শেখ (৫৫)। তারা সবাই গরু ব্যবসায়ী। ঈদ উপলক্ষে বিভিন্ন হাট থেকে গরু ক্রয় করে এলাকার বিভিন্ন হাটে বিক্রি করেন।
আজ বুধবার সকালে তারা তিনজন একই জেলার রাজৈর উপজেলার টেকেরহাটে গরু ক্রয় করতে যাচ্ছিল। শিবচরের পাঁচ্চর থেকে তারা প্রথমে ফরিদপুরের ভাঙ্গা পৌছান। সেখান থেকে মাহিন্দ্র গাড়ি নিয়ে টেকেরহাট রওনা দেন। মাহিন্দ্রটি ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদি ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় গেলে ঢাকাগামী মিজান পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। দূর্ঘটনায় মাহিন্দ্রার আরো এক যাত্রী নিহত হয়। আর আহত হয়েছেন আরো তিন যাত্রী আহত হয়েছে।
নিহতের প্রতিবেশী ফয়েজ চৌধুরী জানান, মাহিন্দ্র গাড়িতে টেকেরহাট গরুর হাটে যাওয়ার পথে বাসচাপায় ইব্রাহিম, তার ছেলে মনির ও ভাগ্নে তাঁরামিয়া নিহত হয়েছেন। তাদের মরদেহ বাড়িতে পৌছেছে। আজ আসরের নামাযের পর তাদের নামাযে জানাজা অনুষ্ঠিত হবে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান জানান, নিহতদের মধ্যে তিনজন গরু ব্যবসায়ী বলে জানা গেছে। তারা গরু কেনার জন্য টেকেরহাটের দিকে যাচ্ছিল। বাসটিকে আটকের জন্য কাজ করছে পুলিশ।