উলিপুরে মাছ শিকার করতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু

উলিপুর প্রতিনিধি
০৪ জুন ২০২৫, ১৫:০৬
শেয়ার :
উলিপুরে মাছ শিকার করতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে মাছ শিকার করতে গিয়ে রেজাউল ইসলাম (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ওই ব্যক্তি মাছ শিকার করার জন্য গভীর রাতে বাড়ির পাশে থাকা জমিতে গিয়ে আর ফিরে আসেননি। সকালে তাকে জমির পানিতে ভেসে থাকতে দেখে মৃত অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। 

আজ বুধবার চাঁদনী বজরা এলাকায় এ ঘটনা ঘটে। 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বজরা ইউনিয়নের চাঁদনী বজরা এলাকার আব্দুল হাকিমে ছেলে রেজাউল ইসলাম মঙ্গলবার গভীর রাতে বাড়ির পাশা থাকা জমিতে মাছ শিকার করার জন্য বের হন। এরপর সারারাত তিনি বাড়িতে ফিরেননি। এদিকে পরদিন বুধবার সকালে স্থানীয়রা জমির পানিতে রেজাউলকে ভাসতে দেখে মৃত অবস্থায় উদ্ধার করেন।

নিহতের পরিবারের লোকজন জানান, রেজাউল ইসলামের পূর্ব থেকে মৃগী রোগ ছিল। এর আগেও তিনি কয়েকবার এই রোগে আক্রান্ত হয়েছিলেন। তাদের ধারণা, মাছ শিকার করার জন্য বের হওয়ার পর কোনো এক সময় তিনি মৃগী রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত রেজাউল ইসলাম দুই সন্তানের জনক ছিলেন বলে জানা গেছে। 

বজরা ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

উলিপুর থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।