চক্ষুবিজ্ঞান হাসপাতালে সীমিত পরিসরে চিকিৎসা কার্যক্রম শুরু
রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসা কার্যক্রম সীমিত পরিসরে শুরু হলো। এক সপ্তাহ পর তা চালু হয়েছে বলে জানা যায়।
আজ বুধবার সকালে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসাসেবা চালু হয়।
সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে হাসপাতালের ফটকে অপেক্ষারত রোগীদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়। সকাল ১০টার দিকে জরুরি বিভাগে রোগীদের সেবা দেওয়া শুরু হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সীমিত পরিসরে চিকিৎসাসেবা চালু হয়েছে। যাদের লম্বা সময় সেবার প্রয়োজন আছে, তাদেরও এ মুহূর্তে জরুরি সেবা নিয়ে চলে যেতে হবে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক জানে আলম গণমাধ্যমকে জানান, আজকে জরুরি বিভাগের সেবা চালু হয়েছে। জরুরি চিকিৎসার পরে কারও বাড়তি চিকিৎসার প্রয়োজন হলে সেটা আপাতত দেওয়া হবে না।
কতজন চিকিৎসক হাসপাতালে এসেছেন, সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু জানাতে না পারলেও তিনি বলেন, ‘মাত্র হাসপাতাল খুলেছে। প্রথমে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করা হবে। চিকিৎসকদের সংখ্যা এখনো নির্দিষ্ট করে বলা যাবে না।’
এর আগে গত বুধবার চিকিৎসক-কর্মচারীদের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে আহত রোগীদের মারামারি-সংঘর্ষের পর হাসপাতালের চিকিৎসাসেবা বন্ধ হয়ে যায়।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
গতকাল মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবু জাফরসহ মন্ত্রণালয়, অধিদপ্তর ও হাসপাতালের কয়েকজন কর্মকর্তা আহত ব্যক্তিদের সঙ্গে সভা করেন। প্রায় ৩ ঘণ্টার আলোচনা শেষে আবু জাফর সাংবাদিকদের জানিয়েছিলেন, জরুরি বিভাগসহ সীমিত আকারে অন্য সেবা চালু করার ব্যাপারে কথা হয়েছে। তবে এ সিদ্ধান্ত মন্ত্রণালয় চূড়ান্ত করবে।
পরে মন্ত্রণালয়ে এ নিয়ে সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে অন্তর্বর্তী সরকারের বিশেষ সহকারী অধ্যাপক মো. সায়েদুর রহমান গণমাধ্যমকে জানান, বুধবার থেকে হাসপাতালের জরুরি সেবা চালু হবে। ৪টি প্রতিষ্ঠানের চক্ষুবিশেষজ্ঞরা আহত ব্যক্তিদের চোখ পরীক্ষা করে দেখবেন, কার সমস্যা কতটুকু, কাকে কোথায় চিকিৎসা নিতে হবে।
উল্লেখ্য, বুধবার সকাল পৌনে নয়টার দিকে হাসপাতালে শতাধিক রোগীকে প্রবেশ করতে দেওয়া হয়। সকাল থেকে তাদেরকে হাসপাতালে প্রবেশের জন্য অপেক্ষা করতে দেখ যায়।