চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক, অতঃপর...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০৪ জুন ২০২৫, ১৩:২০
শেয়ার :
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক, অতঃপর...

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মদ্যপ অবস্থায় এক সদস্যকে অস্ত্র ও গোরাবারুদসহ আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিজিবি।

আজ বুধবার সকালে সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের জহুরপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

আটক বিএসএফ সদস্যের নাম শ্রী গণেশ মূতির্ (৪৩)। তিনি ভারতীয় নুরপুর ৭১ বিএসএফ ক্যাম্পের সিনিয়র সদস্য। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে ৫৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল ফাহাদ মাহমুদ রিংকু। 

স্থানীয় গ্রামবাসী ও নারায়নপুর ইউপি চেয়ারম্যান নাজির আহম্মেদ জানান, জহুরপুর সীমান্ত পিলার ১৯ এর সাব পিলার ৫ এর সামনে সাতরশিয়া এলাকায় বাংলাদেশি গরু-ছাগল মাঠে চরানোর সময় ভারতের ৭১ বিএসএফ’র নুরপুর ক্যাম্পের এলাকায় প্রবেশ করে। এ সময় ওই বিএসএফ সদস্য গরু-ছাগলকে ধাওয়া করে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়লে স্থানীয় জনতা তাকে আটক করে বিজিবির কাছে সোপর্দ করে। 

এদিকে ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল ফাহাদ মাহমুদ রিংকু জানান, আজ বুধবার বেলা সাড়ে ১১টার সময় আটককৃত বিএসএফ সদস্যকে বিধি মোতাবেক বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে মাধ্যমে তাকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়। পতাকা বৈঠকে অবৈধ অনুপ্রবেশের ব্যাপারে বিজিবির পক্ষ থেকে জোর প্রতিবাদ জানানো হয়।