অবশেষে ভাঙল তাদের মান-অভিমান

বিনোদন প্রতিবেদক
০৪ জুন ২০২৫, ১৩:১৭
শেয়ার :
অবশেষে ভাঙল তাদের মান-অভিমান

অবশেষে মান-অভিমানের বরফ গলেছে! ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সঙ্গে অভিনেতা আফরান নিশোর যে মনোমালিন্য ছিল, তার অবসান হয়েছে! গতকাল মঙ্গলবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্ট তেমনটাই ইঙ্গিত দিয়েছে।

একাধিক ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, গতকাল শাকিবের অফিসে গিয়েছিলেন নিশো। কয়েক ঘণ্টা ধরে তারা আলাপ-আলোচনা করেছেন। এ সময় সেখানে ছিলেন আলফা আইয়ের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল, চরকির সিইও রেদওয়ান রনি, প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস অফিসার জাবেদ সুলতান পিয়াস।

পরে রাত সাড়ে ১২টার দিকে প্রযোজক শাহরিয়ার শাকিল, রেদওয়ান রনি নিজেদের ফেসবুকে শাকিব-নিশোসহ গলাগলি করে একটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে শাকিল লেখেন, ‘ব্রাদার্স!’

যদিও এ বিষয়ে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কারও মন্তব্য পাওয়া যায়নি।

জানা গেছে, ২০২৩ সালে ‘সুড়ঙ্গ’ সিনেমা মুক্তির আগে একাধিকবার শাকিবকে ইঙ্গিত করে ব্যক্তিগত আক্রমণ করেছিলেন নিশো, যা শাকিবের ভক্তরা ভালোভাবে নেয়নি! এই জেরে নিশোর সঙ্গে দূরত্ব তৈরি হয় শাকিবের।

এদিকে, আসন্ন ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় আছে শাকিব খান অভিনীত রায়হান রাফীর ‘তাণ্ডব’। সিনেমায় ক্যামিও চরিত্রে হাজির হচ্ছেন নিশো- এমন কথা রটার পরই প্রতিক্রিয়া দেখান শাকিব-ভক্তরা।

ধারণা করা হচ্ছে, ভক্তদের সমালোচনার পরিপ্রেক্ষিতে শাকিবের সঙ্গে এবার দেখা করলেন নিশো। এখন দেখার অপেক্ষা, ‘তাণ্ডব’-এ দুই তারকা হাজির হচ্ছেন কিনা! শোনা যাচ্ছে, এতে ক্যামিও চরিত্রে থাকছেন আফরান নিশো ও সিয়াম আহমেদ।