শেখ মুজিবসহ চার নেতার মুক্তিযোদ্ধা সনদ বাতিলের খবর ভুয়া: ফারুকী

বিনোদন ডেস্ক
০৪ জুন ২০২৫, ১২:৪৪
শেয়ার :
শেখ মুজিবসহ চার নেতার মুক্তিযোদ্ধা সনদ বাতিলের খবর ভুয়া: ফারুকী

মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী, এএইচএম কামারুজ্জামানসহ ১৯৭০ সালের নির্বাচনে বিজয়ী চার শতাধিক রাজনীতিবিদের (এমএনএ-এমপিএ) মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল করা হয়েছে- এমন খবরে দেশজুড়ে চলছে তুমুল সমালোচনা।

বিষয়টি নিয়ে নেটদুনিয়ায়ও চলছে আলোচনা-সমালোচনা। মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ এনে অনেকেই দেশের গণমাধ্যমের ওপর দোষারোপ করছে। এসব তর্ক-বিতর্কের মধ্যেই বিষয়টি নিয়ে কথা বলেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘প্রিয় ভাই-বোনেরা, শেখ মুজিবুর রহমান, তাজউদ্দীন আহমেদসহ মুক্তিযুদ্ধের নেতাদের মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বাতিল- একটা ফেক নিউজ।’

তিনি আরও বলেন, ‘নতুন অধ্যাদেশে মুজিবনগর সরকারের সব সদস্যকে মুক্তিযোদ্ধার স্পষ্ট স্বীকৃতি দেওয়া আছে। মুজিবনগর সরকারের কোনো সদস্যের মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বাতিল হয়ে গেছে- এটা যে ফেক নিউজ তার প্রমাণ হিসেবে কমেন্টে অধ্যাদেশের স্ক্রিনশট দেওয়া হলো।’

এরপর তিনি মন্তব্যের ঘরে গতকাল মঙ্গলবার প্রকাশিত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) আইন-২০২২ সংশোধনের একটি স্ক্রিনশট তুলে ধরেন।

বলা দরকার, শেখ মুজিবসহ চার নেতার মুক্তিযোদ্ধা সনদ বাতিলের তথ্যটি সম্পূর্ণ মিথ্যা বলে ইতিমধ্যেই জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর প্রতীক ফারুক-ই-আজম। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মুজিবনগর সরকারে যারা ছিলেন, তারা সবাই মুক্তিযোদ্ধা। তবে সেই সরকারের অধীন কর্মকর্তা-কর্মচারীরা “মুক্তিযুদ্ধের সহযোগী” হিসেবে বিবেচিত হবেন।’