জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হলো নতুন ৫ দেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে নতুন পাঁচ দেশ। দেশগুলো হলো-বাহরাইন, কলম্বিয়া, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, লাটভিয়া ও লাইবেরিয়া।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদ ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য হিসেবে পাঁচ দেশকে নির্বাচিত করা হয়। দেশগুলো ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে দুই বছরের মেয়াদে দায়িত্ব পালন করবে।
নিরাপত্তা পরিষদই জাতিসংঘের একমাত্র সংস্থা যা নিষেধাজ্ঞা আরোপ এবং বলপ্রয়োগের অনুমোদন দেওয়ার মতো আইনগতভাবে বাধ্যতামূলক সিদ্ধান্ত নিতে পারে।সংস্থাটির স্থায়ী সদস্য হলো পাঁচটি- যুক্তরাজ্য, চীন, ফ্রান্স, রাশিয়া এবং যুক্তরাষ্ট্র। তাদের প্রত্যেকের ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
১৫ সদস্যের অপর ১০টি দেশ অস্থায়ী। এর মধ্যে পাঁচটি দেশ প্রতি বছর নতুন করে যুক্ত হয়। আগামী বছর আলজেরিয়া, সিয়েরা লিওন, দক্ষিণ কোরিয়া, গায়েনা এবং স্লোভেনিয়ার স্থলাভিষিক্ত হবে বাহরাইন, কঙ্গো, লাটভিয়া, লাইবেরিয়া এবং কঙ্গো।
ভৌগোলিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে আসনগুলো আঞ্চলিক ভিত্তিতে বরাদ্দ করা হয়। কিন্তু প্রার্থীরা তাদের গ্রুপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় থাকলেও তাদের সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশের বেশি সমর্থন জিততে হয়।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
নতুন নির্বাচিত হওয়া বাহরাইন সাধারণ পরিষদে ১৮৬, কঙ্গো ১৮৩, লাইবেরিয়া ১৮১, কলম্বিয়া ১৮০ এবং লাটভিয়া ১৭৮টি দেশের ভোট পেয়েছে।
রয়টার্স জানিয়েছে, গত সোমবার সাধারণ পরিষদ ১৯৩ সদস্যের এই সংস্থার ৮০তম অধিবেশনের সভাপতি হিসেবে সাবেক জার্মান পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবককে নির্বাচিত করেছে। এই অধিবেশন আগামী সেপ্টেম্বরে শুরু হবে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস