সংস্কৃতি খাতটি অবহেলিত হচ্ছে: টাড
এবারের (২০২৫-২৬ অর্থবছর) প্রস্তাবিত বাজেটে সংস্কৃতি অঙ্গনের জন্য বরাদ্দ পর্যাপ্ত নয় বলে মনে করেন থিয়েটার আর্টিস্টস অ্যাসোসিয়েশন অব ঢাকা (টাড)। এ অর্থবছরের বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ আগের তুলনায় কিঞ্চিৎ বাড়ানো হলেও তা হতাশাজনক বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি অভিনেতা আজাদ আবুল কালাম।
টাড’র সংবাদ বিজ্ঞপ্তিতে আজাদ আবুল কালাম বলেন, ‘একটি জাতির আত্মপরিচয়, ইতিহাস ও ভবিষ্যৎ গঠনে সংস্কৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অথচ বারবার দেখা যাচ্ছে, এ খাতটি অবহেলিত হচ্ছে।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘বেশ আগেই থিয়েটার আর্টিস্টস অ্যাসোসিয়েশন অব ঢাকা বাজেট পর্যালোচনা করে জাতীয় বাজেটের ১ শতাংশ বরাদ্দের দাবি করেছিল। নাট্যশিল্পী, সংগীতশিল্পী, চিত্রশিল্পীসহ নানা মাধ্যমের সাংস্কৃতিক কর্মী বছরের পর বছর সীমিত সুযোগ-সুবিধা নিয়ে কাজ করে যাচ্ছেন। তাদের জন্য টেকসই আর্থিক সহায়তা, অবকাঠামো উন্নয়ন ও গবেষণাভিত্তিক সংস্কৃতিচর্চার জন্য বাজেটে আমাদের দাবিকৃত বরাদ্দ থাকা অত্যন্ত জরুরি মনে করছি।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
প্রেসিডেন্ট আজাদ আবুল কালাম ও সেক্রেটারি জেনারেল সাইফ সুমন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘আমরা সংগঠন থেকে সরকারকে আহ্বান জানাচ্ছি, সংস্কৃতিকে বিলাসিতা নয়, বরং জাতি গঠনের একটি মৌলিক উপাদান হিসেবে বিবেচনা করুন। বাজেটে সংস্কৃতি খাতে উপযুক্ত ও কার্যকর বরাদ্দ নিশ্চিত করুন, যেন এই খাতের বিকাশ বাধাগ্রস্ত না হয়।’
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’