৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ হবে ১৯ জুন
৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল আগামী ১৯ জুন প্রকাশ করা হবে। এরপর উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়ার পর চলতি বছরের ডিসেম্বরে এ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
৪৫তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে মোট ২ হাজার ৩০৯ জনকে নেওয়া হবে। ২০২২ সালের ৩০ নভেম্বর ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বিপিএসসি। আবেদনপ্রক্রিয়া শেষে ২০২৩ সালের ১৯ মে প্রিলিমিনারি টেস্ট নেওয়া হয়। পরীক্ষা নেওয়ার ১৭ দিনের মধ্যে প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে পাস করেন ১২ হাজার ৭৮৯ জন প্রার্থী।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
২০২৩ সালের ২৭ নভেম্বর থেকে এ বিসিএসের লিখিত পরীক্ষা শুরুর তারিখ ঘোষণা করেছিল বিপিএসসি। তবে দ্বাদশ জাতীয় নির্বাচনের ডামাডোলের মধ্যে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে প্রার্থীরা তখন পরীক্ষা পেছানোর দাবি জানান। প্রার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে পরীক্ষা পিছিয়ে ২০২৪ সালের জানুয়ারিতে নেওয়া হয়। ২৩ জানুয়ারি লিখিত পরীক্ষা শুরু হয়, শেষ হয় ৩১ জানুয়ারি। এরপর প্রায় ১৬ মাস পার হলেও ফল প্রকাশ করা হয়নি।