রাজশাহীতে চার চিকিৎসকসহ ১১ জন করোনা রোগী শনাক্ত

রাজশাহী ব্যুরো
০৩ জুন ২০২৫, ১৪:৪৯
শেয়ার :
রাজশাহীতে চার চিকিৎসকসহ ১১ জন করোনা রোগী শনাক্ত

রাজশাহীতে গেলো দুই দিনে ১১ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। যার মধ্যে চারজন চিকিৎসক রয়েছেন। গতকাল সোমবার ৯ জন ও তার আগের দিন রবিবার দুইজন করোনা পজিটিভ হয়েছেন।

জানা গেছে, গতকাল সোমবার রাজশাহী মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে ১৫ জনের করোনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৯ জনের করোনা পজিটিভ পাওয়া যায় । এর মধ্যে ৪ জন চিকিৎসক রয়েছেন। গত রবিবার পিসিআর ল্যাবে দুজনের করোনা টেস্ট করা হলেই দুজনারই পজিটিভ পাওয়া যায়। এরমধ্যে একজন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি রয়েছেন। তার শ্বাসকষ্ট আছে। আর করোনা পজিটিভ অন্য রোগীরা নিজ নিজ বাড়িতে চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন। 

রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. খন্দকার মো. ফয়সল আলম বলেন, প্রত্যেকের উপসর্গ প্রায় একই রকম। সবার হালকা জ্বর, সর্দি, কাশি, গা ব্যথা উপসর্গ রয়েছে। আজকে যাদের করোনা পজিটিভ পাওয়া গেছে, তাদের পরিবারের অন্য সদস্যরাও সবাই একই উপসর্গে আক্রান্ত।

এখানে করোনা টেস্ট রাজশাহী মেডিকেল কলেজ ছাড়া আর কোথাও করা হয় না। 

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা, শঙ্কর কে বিশ্বাস জানান, করোনা পজিটিভ হয়ে একজন পুলিশ সদস্য হাসপাতালে ভর্তি ছিলেন। তবে শারীরিকভাবে সুস্থ হয়ে ওঠায় তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।