মৌসুমীর বিচ্ছেদ, খেপলেন ওমর সানী!
ঢাকাই সিনেমার প্রিয়দর্শিনী’খ্যাত চিত্রনায়িকা মৌসুমী। দীর্ঘদিন ধরেই অভিনেত্রী আছেন সুদূর যুক্তরাষ্ট্রে। মায়ের অসুস্থতা আর মেয়ের পড়াশোনার কারণেই দেশটিতে তার অবস্থান। আর দেশে অবস্থান করছেন নায়িকার স্বামী চিত্রনায়ক ওমর সানী। ব্যস্ত আছেন অভিনয় আর ব্যবসা নিয়ে।
সম্প্রতি গুঞ্জন রটেছে, বিচ্ছেদের পথে সানী-মৌসুরীর সংসার জীবন। শুধু তাই নয়, একটি ফেসবুক পেজ থেকে দাবি করা হয়েছে- ওমর সানীকে ডিভোর্স দিয়ে অভিনেতা-নির্মাতা হাসান জাহাঙ্গীরকে বিয়ে করেছেন মৌসুমী! আর এমন গুঞ্জনের পছনে রয়েছে তাদের একটি ছবি।
বলা দরকার, ক’দিন আগে ‘পিএস চাই সুন্দরী’ নামে টেলিছবির শুটিংয়ে অংশ নেন মৌসুমী। ভার্জিনিয়ার বেইলি স্ট্রিম লং আইল্যান্ডে এর দৃশ্যধারণ করা হয়। এতে মৌসুমীর সহশিল্পী হাসান জাহাঙ্গীর ও আকাশ রহমান। শুটিংয়ের ফাঁকে ক্যামেরাবন্দী হন মৌসুমী ও হাসান জাহাঙ্গীর। গুঞ্জনের সূত্রপাত এখনেই।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
এমন মিথ্যা সংবাদ নজরে আসতেই খেপেছেন ওমর সানী। জুনিয়র মিশা নামের ওই কনটেন্ট ক্রিয়েটরকে জুতা মারতেও চাইলেন এই অভিনেতা। প্রকাশ্যেই সেই পোস্টে সানীর মন্তব্য এমন- ‘তোকে জুতাপেটা করা উচিত।’
এদিকে ‘পিএস চাই সুন্দরী’ সিনেমাটি দেশের বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলেও মুক্তি পাবে বলে জানা গেছে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে কথা বলেছেন হাসান জাহাঙ্গীর। তার ভাষ্য, ‘বাংলার সেরা অভিনেত্রীর জায়গাটা আগেও ছিল, এখনো আছে, তার প্রমাণ মিলবে আঞ্চলিক ভাষায় ভিন্ন গেটাপে অভিনয়ের মাধ্যমে। ধন্যবাদ, আকাশ রহমান ও এশা রহমানকে। অনেক দিন পর বাংলার গুণী অভিনেত্রী মৌসুমী ম্যাডামকে পর্দায় বিশালভাবে প্রেজেন্ট করার জন্য ধন্যবাদ ওমর সানী, আপনাকে। চলচ্চিত্রের আইডল কাপল, সাদা মনের মানুষ, বাংলার বাঘখ্যাত রয়েল হিরো, আপনার সাপোর্টের জন্য।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট