বাজেট নিয়ে অর্থ উপদেষ্টাকে যা বললেন নিপুন

বিনোদন ডেস্ক
০৩ জুন ২০২৫, ১৩:২৪
শেয়ার :
বাজেট নিয়ে অর্থ উপদেষ্টাকে যা বললেন নিপুন

২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। গতকাল সোমবার বিকেলে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই বাজেট উপস্থাপন করেন।

এবারের বাজেটে নতুনভাবে যুক্ত হয়েছে ওটিটি প্ল্যাটফর্ম। প্রস্তাবিত বাজেটে ওটিটিতে ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে। এর ফলে অনলাইনে সিনেমা বা ওয়েব সিরিজ দেখার জন্য দর্শকদের ব্যয় বাড়বে। বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছেন দেশের জনপ্রিয় নির্মাতা আশফাক নিপুন।

এক ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘বাংলাদেশে সরাসরি ওটিটি সাবস্ক্রাইবারের সংখ্যা ও আচরণ সম্পর্কে অর্থ উপদেষ্টার কোনো হালনাগাদ তথ্য আছে কি? তিনি জানেন কি যে আমাদের কনটেন্টের বড় একটা অংশ দর্শক পাইরেসির মাধ্যমে দেখেন? এই পাইরেসির বিরুদ্ধে দীর্ঘদিনের ব্যর্থতা কি তারা বোঝেন?’

নিপুন আরও বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে নতুন শিল্পকে কর রেয়াত দিয়ে উৎসাহিত করা হয়। অথচ মাত্র ৫ বছর আগে যাত্রা শুরু করা আমাদের ওটিটি শিল্পের ওপর ১০% সম্পূরক শুল্ক আরোপ করা হলো। এর প্রভাব পড়বে নির্মাণ ব্যয়, কনটেন্টের মান এবং বৈধ সাবস্ক্রিপশন নিতেও মানুষ নিরুৎসাহিত হবে। বরং পাইরেসির দিকেই ঝুঁকবে অনেকে। ফলে বৈধ ব্যবসা সংকুচিত হবে, সবার ক্ষতিই হবে। শুল্ক বসিয়ে পাইরেসিকেই যেন উৎসাহ দেওয়া হচ্ছে। পুরো কাঠামোর সংস্কার না করে এমন সিদ্ধান্ত খুবই দুঃখজনক।’

নিপুনের পোস্টটি শেয়ার করে নির্মাতা আদনান আল রাজীব বলেন, ‘এমন পরিস্থিতি চলতে থাকলে অনেক শিল্পী দেশত্যাগ করবেন। বিদেশে গিয়ে স্থায়ী হতে বাধ্য হবেন।’