আজও নগর ভবনে ইশরাক সমর্থকদের অবস্থান
বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তার সমর্থকরা। মঙ্গলবার সকালে নগর ভবনের ফটকে তালা লাগিয়ে দিয়ে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে নানা স্লোগান দিচ্ছেন তারা।
ইশরাক হোসেনকে শপথ গ্রহণ ও দায়িত্ব দেওয়ার দাবিতে গত ১৪ মে থেকে এই আন্দোলন চলছে। এতে অচলাবস্থা সৃষ্টি হয়েছে নাগরিক সেবা।
আজ বেলা ১১টায় সরেজমিনে দেখা যায়, নগর ভবনের বাইরের ফটক বন্ধ। ভেতরের ফটকের সামনের সিঁড়িতে ‘ঢাকাবাসী’ ব্যানারে ইশরাক হোসেনের কয়েকশ সমর্থক অবস্থান করছেন। ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানো ও দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নানা স্লোগান দিচ্ছেন তারা।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
আন্দোলনকারীরা বলেন, ১০ মাস ধরে দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র নেই। ঢাকাবাসী নাগরিক সুবিধা যথাযথভাবে পাচ্ছে না। আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেটের মাধ্যমে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা হয়েছে। কিন্তু স্থানীয় সরকার উপদেষ্টা জোর করে তার ক্ষমতা ব্যবহার করছেন। ইশরাক হোসেনকে শপথ পাঠ করানো ও মেয়রের দায়িত্ব পালনের ব্যবস্থা করছেন না।
এদিকে আজও ডিএসসিসির স্বাভাবিক কাজ বন্ধ আছে। এ নিয়ে ২০ দিন ধরে বর্জ্য ব্যবস্থাপনাসহ জরুরি কয়েকটি সেবা কার্যক্রম ছাড়া সব কাজ বন্ধ। তবে ভেতরে ব্যাংকের কার্যক্রম চলছে। সকাল থেকে ডিএসসিসির সেবাপ্রার্থী তেমন কাউকে দেখা যায়নি। আর ডিএসসিসির কিছু কর্মকর্তা কর্মচারীকে অলস সময় কাটাতে দেখা যায় নগর ভবনে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বাবু বলেন, ‘আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেটের পরও স্থানীয় সরকারের উপদেষ্টা সম্পূর্ণ স্বেচ্ছাচারিতা করে ইশরাক হোসেনকে শপথ পাঠ করাচ্ছেন না। ঢাকাবাসীর দুর্ভোগের কথা তিনি অনুধাবন করছেন না। আমরা চাই, দ্রুতই ইশরাক হোসেনকে শপথ পাঠ করিয়ে দায়িত্ব বুঝিয়ে দিক।’
আন্দোলনের বিষয়ে তিনি বলেন, ‘দুপুরে জনতার মেয়র ইশরাক হোসেন এসে জাতির সামনে কথা বলবেন। তার নির্দেশনা অনুযায়ী আমরা পরবর্তী আমাদের করণীয় ঠিক করব।’