যাত্রাবাড়ীতে কাভার্ডভ্যানের চাপায় বৃদ্ধ নিহত

ঢামেক প্রতিবেদক
০৩ জুন ২০২৫, ১১:৩৪
শেয়ার :
যাত্রাবাড়ীতে কাভার্ডভ্যানের চাপায় বৃদ্ধ নিহত

যাত্রাবাড়ীর সাদ্দাম মার্কেটের সামনে কাভার্ডভ্যানের চাপায় খোকন শেখ (৭০) নামে বৃদ্ধ ম্যাকানিক নিহত হয়েছেন। গতকাল সোমবার রাতে যাত্রাবাড়ী ফুটওভার ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। 

সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. রাজিব হোসেন বলেন, ‘এ ঘটনায় গাড়িটিকে জব্দসহ চালক আলী আহামেদকে আটক করা হয়েছে। এ সংক্রান্তে একটি মামলাও করা হয়েছে।’

নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশের ওই কর্মকর্তা বলেন, ‘নিহত খোকন শেখ পেশায় ম্যাকানিক ছিলেন। বৃদ্ধ হওয়ায় কাজ করতেন না। তবে কারও প্রয়োজন হলে তাকে খবর দিয়ে নিয়ে যেতেন। সোমবার রাতে তিনি কাজে গিয়েছিলেন। কাজ শেষে সেখান থেকে জনৈক মাসুদ নামে একজনের সঙ্গে মোটরসাইকেলে করে ফিরছিলেন, ফেরার পথে সাদ্দাম মার্কেটের সামনে ফ্লাইওভারের ঢালে ফুটওভার ব্রিজের কাছে নামার পর একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। এতে তিনি পড়ে গেলে কাভার্ডভ্যানটি তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে তিনি ঘটনাস্থলে প্রাণ হারান।’

তিনি বলেন, ‘আমরা গাড়িটিকে জব্দসহ চালককে আটক করে প্রয়োজনীয় সকল ব্যবস্থা করে আইনি প্রক্রিয়া শেষে লোকটির মৃতেদেহ ময়নাতদন্তের জন্য মঙ্গলবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছি।’

উল্লেখ্য, নিহত খোকন শেখ জামালপুর সদর উপজেলার মুরদাবাদ গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে। তিনি সাদ্দাম মার্কেটের পাশের এলাকায় পরিবার নিয়ে থাকতেন।