দাঁড়িয়ে থাকা ট্রাকে মাইক্রোবাসের ধাক্কা, দুই ছেলেসহ বাবা নিহত
টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় বাবা ও দুই ছেলে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।
আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের বাসাইল উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আমজাদ (৫০) ও তার দুই ছেলে রাতুল (২৪) ও অতুল (১৪)। তারা শেরপুর সদরের কামারচর এলাকার বাসিন্দা।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, রাত থেকেই মহাসড়কের পাশে একটি ট্রাক দাঁড়িয়েছিল। আজ সকাল ৯টার দিকে ঢাকা থেকে শেরপুরগামী একটি মাইক্রোবাস এসে দাঁড়িয়ে থাকা ওই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এসে ঘটনাস্থলেই বাবা ও তার দুই ছেলে মারা যায়।
এ ঘটনায় গাড়ির চালক ও আমজাদের স্ত্রীসহ তিনজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি জালাল উদ্দিন।
তিনি আরও বলেন, মরদেহগুলো গোড়াই হাইওয়ে পুলিশ উদ্ধার করেছে। এ ঘটনায় ট্রাক ও মাইক্রোবাস জব্দ করা হয়েছে।