রাজবাড়ীতে অস্ত্র-গুলিসহ নারী গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি
০৩ জুন ২০২৫, ১০:৩৭
শেয়ার :
রাজবাড়ীতে অস্ত্র-গুলিসহ নারী গ্রেপ্তার

রাজবাড়ী জেলা জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে অস্ত্র ও গুলিসহ সুমি খাতুন (২৫) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি রাজবাড়ী সদরের ভবানীপুর লাল মিয়া সড়কের মীর আ. রাজ্জাকের মেয়ে। 

গতকাল সোমবার রাত পৌনে ৮টার সময় সদর থানার ভবানীপুর লালমিয়া সড়কের সুমি খাতুননের নিজ বাড়ির বসতঘরের ভেতর থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও দুইটি তাজা কার্তুজসহ সুমি খাতুনকে গ্রেপ্তার করা হয় ।

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. মফিজুল ইসলাম বলেন, ‘জেলা গোয়েন্দা শাখার টিম রাজবাড়ী সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে রাজবাড়ী জেলার সদর থানার ভবানীপুর লালমিয়া সড়ক পলাতক আসামি আনোয়ার হোসেনের বাড়ি থেকে মোসা. সুমি খাতুনকে গ্রেপ্তার করা হয়। পলাতক আসামিসহ আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’