চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি
০২ জুন ২০২৫, ১৬:১৫
শেয়ার :
চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির গ্রেপ্তার

চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র নাছির উদ্দিন আহমেদ ঢাকায় গ্রেপ্তার হয়েছেন। আজ সোমবার সকালে রাজধানীর শান্তিনগরে তার মেয়ের বাসা থেকে গ্রেপ্তার করে ঢাকা জেলার গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন) মুহাম্মদ তালেবুর রহমান।

কদমতলী থানা পুলিশ জানায়, গত বছর কদমতলী থানা এলাকায় ছাত্র-জনতার আন্দোলনের সময় হামলার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সন্দেহাতিত আসামী হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, ‘জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ গ্রেপ্তার হয়েছে বলে জেনেছি। তার বিরুদ্ধে ঢাকা কদমতলী থানায় মামলা আছে। তবে চাঁদপুর সদর মডেল থানায় মামলা রয়েছে কিনা খোঁজ নেওয়া হচ্ছে। যদি মামলা থাকে তাহলে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’