ইউএনওকে ‘অপ্রীতিকর মেসেজ’, পদ হারালেন সাংবাদিক

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
০২ জুন ২০২৫, ১৫:৪৩
শেয়ার :
ইউএনওকে ‘অপ্রীতিকর মেসেজ’, পদ হারালেন সাংবাদিক

উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) ‘অপ্রীতিকর মেসেজ’ পাঠানো ও জ্যেষ্ঠ সাংবাদিকের সঙ্গে অসদাচরণ করার অভিযোগে ফরিদপুরের সদরপুর উপজেলার ডিজিটাল প্রেসক্লাব থেকে পদ হারিয়েছেন এক সাংবাদিক।

একই সঙ্গে দৈনিক কালের কণ্ঠের (সদরপুর-চরভদ্রাসন) প্রতিনিধি শিশির খাঁনকে বয়কট করেছে স্থানীয় সাংবাদিকরা। আজ সোমবার সকাল ১১টায় উপজেলায় শিল্পকলা একাডেমিতে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের এক জরুরি সভায় এ ঘোষণা দেওয়া হয়।

শিশিরকে বহিষ্কারের তথ্য জানিয়ে ডিজিটাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানভীর তুহিন জানান, তার বিরুদ্ধে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে। এ কারণে তাকে সংগঠনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। 

এ বিষয়ে দৈনিক দিনকালের উপজেলা প্রতিনিধি ও সদরপুর প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মো. সাঈদুর রহমান লাবলু বলেন, ‘এ ধরনের হলুদ সাংবাদিককে বয়কটের মাধ্যমে উপজেলার সাংবাদিক মহল কলঙ্কমুক্ত হলো। বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরকে বয়কট সাংবাদিক শিশিরকে তথ্য আদান-প্রদানসহ সব ধরনের সহযোগিতা না করার আহ্বান জানাই।’

দৈনিক মানবজমিনের প্রতিনিধি শিমুল তালুকদার বলেন, ‘এ ধরনের সাংবাদিকদের প্রশ্রয় না দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানাই।’

সদরপুরের ইউএনও জাকিয়া সুলতানা বলেন, ‘শিশির খান আমার হোয়াটসঅ্যাপে বেশ কিছু দিন ধরে অপ্রীতিকর মেসেজ দিয়ে আসছিল এবং বিভিন্ন বিষয় নিয়ে নিউজ করে আমাকে হয়রানি করার হুমকি দেন।’

সদরপুর প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি প্রভাত কুমার সাহা, দৈনিক সমকালের প্রতিনিধি মো. সাব্বির হাসান, দৈনিক ভোরের ডাকের প্রতিনিধি আবুল বাশার মিয়া, দৈনিক মানবজমিনের প্রতিনিধি শিমুল তালুকদার, দৈনিক দিনকালে প্রতিনিধি সাইদুর রহমান লাবলু, বাংলা টিভির প্রতিনিধি নুরুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

সভা শেষে সাংবাদিক শিশিরকে বয়কটের রেজ্যুলেশনের কপি ইউএনওর কাছে জমা দেন উপজেলার সাংবাদিক প্রতিনিধিরা।