জো বাইডেন মারা গেছেন, এখন তার জায়গায় রয়েছেন ক্লোন: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
০২ জুন ২০২৫, ১৫:২৫
শেয়ার :
জো বাইডেন মারা গেছেন, এখন তার জায়গায় রয়েছেন ক্লোন: ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ২০২০ সালেই মারা গেছেন বলে দাবি করেছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, এখন বাইডেনের জায়গায় ঘুরে বেড়াচ্ছে রোবট ক্লোন। গতকাল নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে এক পোস্টে এমন দাবি করেন তিনি। 

পোস্টে তিনি বলেন, ‘এখন আর কোনো জো বাইডেন নেই—২০২০ সালেই তার মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। এখন যা দেখা যাচ্ছে তা হলো- বাইডেনের ক্লোন, ডাবল এবং রোবোটিকভাবে তৈরি আত্মাহীন ও মস্তিষ্কহীন রোবট সত্তা। ডেমোক্র্যাটরা এটা বুঝতেও পারছে না।’

তবে বাইডেন কিংবা ডেমোক্রেটদের পক্ষ থেকে এর কোনো জবাব এখনো দেওয়া হয়নি। কয়েকদিন আগেই খবর আসে, জো বাইডেন ‘প্রোস্টেট ক্যানসারে’ আক্রান্ত হয়েছেন। এই খবর জানার পর ট্রাম্প এক বিবৃতিতে বাইডেনের দ্রুত আরোগ্যও কামনা করেছিলেন।

গত শুক্রবার বাইডেন নিজেও ক্যানসার ধরা পড়ার পর প্রথমবারের মতো প্রকাশ্যে আসেন। মেমোরিয়াল ডে উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় তিনি হাসিমুখে সাংবাদিকদের বলেন, ‘আমি ভালো অনুভব করছি। আশা করছি, আমরা এটা জয় করতে পারব।’