চাঁদার দাবিতে হামলা /

প্রতিবাদে বাস শ্রমিকদের মহাসড়ক অবরোধ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
০২ জুন ২০২৫, ১৪:৫৯
শেয়ার :
প্রতিবাদে বাস শ্রমিকদের মহাসড়ক অবরোধ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলাচলকারী প্রভাতি-বনশ্রী পরিবহনের বাসে চাঁদার দাবিতে হামলা মারধরের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ওই পরিবহনের চালক ও শ্রমিকরা। 

আজ সোমবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার বাসস্ট্যান্ডে এলাকায় শ্রমিকরা সড়কে আড়াআড়ি করে বাস রেখে দেয়। এতে সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। 

এর আগে গতকাল রবিবার রাতে হামলায় অন্তত ১২ জন আহত হয়। আহতরা হলেন, চালক মো. সুজন মিয়া (৩০), মানিক মিয়া(৩০), চালকের সহকারী মনির হোসেন (২৩), আল আমিন (২২) সাব্বির (২২), নজরুল ইসলাম (৩৩), শাহীন (২১), ফরিদ হোসেন (২৩), রবেল (২৩) রেজাউল (৩০), রনি (৩০) ও সোহেল (৫০)।

চালকরা জানান, গতকাল রবিবার রাত অনুমানিক দুইটার দিকে স্থানীয় ফাহিমের নেতৃত্বে ১০ থেকে ১৫টি মোটরসাইকেল লোকজন এসে তাদের ওপর হামলা চালায়। ঘুমন্ত চালক ও চালকের সহকারীদের ওপর হামলা করা হয়। হামলাকারীরা গাড়িপ্রতি এক হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গাড়ি ভাঙচুর করা হয়। ওই সময় চালকের সহকারী আরিফুল ইসলামকে সিএনজিতে তুলে নিয়ে যায়। 

চালক বাবুল মিয়া বলেন, ‘ওরা নিয়মিত আমাদের কাছ থেকে চাঁদা নেয়। হঠাৎ করে চাঁদার পরিমাণ আরও বাড়িয়ে দেয়। হামলা চালিয়ে মারধর গাড়ি ভাঙচুর করে।’

বাসের চালকের সহকারী নজরুল ইসলাম বলেন, ‘রাতে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ করে মোটরসাইকেলের শব্দে ঘুম ভাঙে। কিছু বুঝে ওঠার আগেই মারধর শুরু করে। চাঁদা না দিলে গাড়ির ভেতর রেখে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার হুমকি দেয়। মারধর করে আহত করে।’

মাওনা হাইওয়ে থানার পরিদর্শক মো. আইয়ুব আলী জানান, এ সময় সড়কে সাময়িক যান চলাচল বন্ধ ছিল।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন,‘খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিলে অবরোধকারীরা সড়ক থেকে সরে যায়।’