নাঙ্গলকোটে অটোরিকশা চালকের আত্মহত্যা
কুমিল্লার নাঙ্গলকোটে আলমগীর হোসেন (২৮) নামে এক অটোরিকশা চালক আত্মহত্যা করেছেন। আজ সোমবার ভোরে এই ঘটনা ঘটে। তবে তার পরিবারের দাবি এটি হত্যা।
নিহত আলমগীর হোসেন উপজেলা জোড্ডা পশ্চিম ইউনিয়নের বাহুড়া হাজি বাড়ির বাবুল মিয়া ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, আলমগীর অটোরিকশা চালক ছিল, মাঝেমাঝে সে নেশা করতো। আজ ভোর ৩ টার দিকে আলমগীর ঘরে এসে তার স্ত্রীকে ঘুম থেকে ডেকে চা দিতে বলে। পরে আবার নিজে নিজে ঘর থেকে বের হয়ে চলে যায়। আলমগীরের স্ত্রী সকালে ফজরের নামাজ পড়তে উঠে ঘরের সিলিংয়ের সঙ্গে স্ত্রীর ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরদেহ ঝুলতে দেখে চিৎকার করলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
আলমগীরের বাবা বাবুল মিয়া বলেন, এটি হত্যা নাকি আত্মহত্যা আমরা নিশ্চিত না। তবে আলমগীরের সাথে কারও তেমন শত্রুতা ছিল না। তারপরও বিষয়টি নিশ্চিত হতে আমরা ময়নাতদন্তের জন্য পুলিশকে অনুরোধ করি।
নাঙ্গলকোট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে বিস্তারিত জানা যাবে।