অল্পের জন্য বেঁচে গেলেন নায়ক বাপ্পী চৌধুরী

বিনোদন প্রতিবেদক
০২ জুন ২০২৫, ১৪:৩২
শেয়ার :
অল্পের জন্য বেঁচে গেলেন নায়ক বাপ্পী চৌধুরী

অল্পের জন্য বেঁচে গেলে নায়ক বাপ্পী চৌধুরী

নারায়ণগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। ট্রাকের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে তার গাড়ি। গতকাল রবিবার রাত সাড়ে ১১টার সময় যাত্রাবাড়ী ফ্লাইওভারে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। অল্পের জন্য প্রাণে বেঁচে যান এই অভিনেতা।

জানা গেছে, যাত্রাবাড়ি ফ্লাইওভারে বাপ্পীর চলন্ত গাড়িকে পেছন থেকে একটা ভারী ট্রাক সজোরে ধাক্কা দেয়।

বাপ্পী জানান, রবিবার দিবাগত রাত ১২টার দিকে তিনি নারায়ণগঞ্জ থেকে ঢাকায় ফিরছিলেন। তার গাড়ি যাত্রাবাড়ী ফ্লাইওভারে উঠে স্বাভাবিকভাবে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করে একটি ট্রাক সজোরে ধাক্কা মারে।

তিনি বলেন, ‘আমরা উল্টে যেতে গিয়েও অল্পের জন্য প্রাণে বেঁচে গেছি। আমি এখনও ট্রমার মধ্যে আছি।’

বাপ্পী আরও জানান, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে ট্রাকটি জব্দ করেছে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, নায়কের ভক্তরা এই দুর্ঘটনাকে নিছক দুর্ঘটনা মানতে নারাজ। তারা এটাকে ষড়যন্ত্র বলে দাবি করছেন। মনে করছেন তাদের প্রিয় নায়ককে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে।