বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে মাদক ও গুলিসহ আটক ৪
বগুড়ায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, তাজা গুলি, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ ৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে একজন নারীও রয়েছেন।
গতকাল রবিবার দিবাগত রাত ২টা থেকে আজ সোমবার সকাল ৯টা পর্যন্ত টানা সাত ঘণ্টা শহরের রেলওয়ে কলোনি এলাকায় এই অভিযান পরিচালিত হয়। সেনাবাহিনী এলাকার অন্তত ৫০টি বাড়ি ঘিরে তল্লাশি চালায়।
অভিযানে উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে একটি তাজা বুলেট, প্রায় ১ হাজার বোতল বাংলা চোলাই মদ, ২ কেজি গাঁজা, ২৫টি দেশীয় অস্ত্র এবং মাদক ব্যবসার লেনদেনের ১০ লাখ টাকা উদ্ধার করা হয়।
বিশেষ অভিযানে নেতৃত্ব দেন বগুড়া সেনানিবাসের ক্যাপ্টেন জানে আলম সাদিফ ও লেফটেন্যান্ট আল ফাহাদ। অভিযানে সেনাবাহিনীর ৫০ সদস্য অংশগ্রহণ করেন।
ক্যাপ্টেন জানে আলম সাদিফ বলেন, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাদের উদ্ধারকৃত মাদকদ্রব্য, অস্ত্র ও টাকাসহ বগুড়া সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’