আবার আলোচনায় শাকিব খান ও মিষ্টি জান্নাত
গত বছর ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের তৃতীয় বিয়ে বেশ আলোচনার সৃষ্টি হয়েছি নেটদুনিয়ায়। শাকিবের একাধিক ঘনিষ্ঠজনও জানিয়েছিলেন, এবার পরিবারের পছন্দে বিয়ে করবেন এই চিত্রনায়ক। আর শাকিবের জন্য খোঁজা হচ্ছে একজন ডাক্তার পাত্রী!
এরপরই আলোচনায় আসে চিত্রনায়িকা ও চিকিৎসক মিষ্টি জান্নাতের নামটি। সেসময় মিষ্টি নিজেও ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেন- শাকিবের সেই ডাক্তার পাত্রী তিনি। পরবর্তীতে বিষয়টি নিয়ে আসলে মজা করেছেন বলে গণমাধ্যমকে জানান এই চিত্রনায়িকা।
এবার আবারও দুজনকে নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছে। যার উৎপত্তি একটি ফেসবুক পোস্টকে ঘিরে। গতকাল রবিবার রাতে মিষ্টি তার ফেসবুকে শাকিবের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা গেছে, কোনো একটি ফ্লাইটে একসঙ্গে কোথাও যাচ্ছেন তারা। ছবিগুলো দেখে আলোচনা হতো না, কারণ সহকর্মী হিসেবে একসঙ্গে যেতেই পারেন তারা।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
তবে এবার আলোচনা শুরু ক্যাপশন নিয়ে। কারণ সেখানে তিনটি ভালোবাসার ইমোজি ও দুইবার ইংরেজিতে ‘লাভ’ লেখা রয়েছে। এরপর থেকেই শুরু আলোচনা। তিনটি লাভ সাইনের কারণে অনেকেই মনে করছেন শাকিবের জীবনে তৃতীয়জনের আত্মপ্রকাশ ঘটেছে। কেউ তো মন্তব্য করেই বসেছেন, ‘শাকিবের তিন নম্বর বউ!’ আবার অনেকেই জানিয়েছেন শুভ কামনাও।
তবে এ বিষয়ে কোনো উত্তরই দেননি মিষ্টি জান্নাত। এখন দেখার অপেক্ষা পরবর্তীতে বিষয়টি নিয়ে কী ব্যাখ্যা দেন তিনি।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট