ট্রেনে ফিরতি ঈদযাত্রা /
আজ মিলছে ১২ জুনের টিকিট
ঈদুল আজহা শেষে ঘরমুখো মানুষের ফেরার সুবিধার্থে বিশেষ ব্যবস্থায় আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ সোমবার পাওয়া যাচ্ছে ১২ জুনের টিকিট।
সোমবার সকাল ৮টায় পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে বাংলাদেশ রেলওয়ে। পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট শুরু হবে দুপুর ২টায় বিক্রি। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে।
ঈদ উপলক্ষে আন্তঃনগর ট্রেনের ৯ জুনের টিকিট ৩০ মে, ১০ জুনের টিকিট ৩১ মে এবং ১১ জুনের টিকিট ১ জুন বিক্রি হয়েছে। এ ছাড়া ১৩ জুনের টিকিট ৩ জুন, ১৪ জুনের টিকিট ৪ জুন এবং ১৫ জুনের টিকিট মিলবে ৫ জুন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
ঈদের পরের এক সপ্তাহের ট্রেনের টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। এ সময় কেনা টিকিটগুলো রেলওয়েকে ফেরত দেওয়ার সুযোগ নেই।
প্রতিজন টিকিটপ্রত্যাশী একবার একসঙ্গে চারটি টিকিট কেনার সুযোগ পাচ্ছেন। তবে একটির বেশি আসনের টিকিট কিনলে সহযাত্রীদের নাম টিকিট কেনার সময় লিখতে হবে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?