রুশ ঘাঁটিতে ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলা
রাশিয়ার পাঁচটি অঞ্চলে বিমান ঘাঁটিতে বড় ধরনের হামলার ঘটনা ঘটেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে গতকাল বিবৃতিতে বিষয়টি স্বীকারও করা হয়েছে। অন্যদিকে তুরস্কের ইস্তানবুলে ইউক্রেনের সঙ্গে আলোচনার জন্য রুশ প্রতিনিধি দল গতকালই রওনা দিয়েছেন। আজ সোমবার দুই পক্ষের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। খবর বিবিসি
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মুরমানস্ক, ইরকুটস্ক, ইভানোভো, রিয়াজান এবং আমুর অঞ্চলে ‘সন্ত্রাসী হামলা’ চালিয়েছে ইউক্রেন। তবে বিবৃতিতে দাবি করা হয়েছে, সব হামলা প্রতিহত করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, বিমানঘাঁটির পাশপাশি অবস্থতি অঞ্চল থেকে ড্রোন উৎক্ষেপণের কারণে বেশ কয়েকটি বিমান সরঞ্জামে আগুন ধরেছে। খবরে বলা হয়েছে, ড্রোন হামলায় জড়িত থাকার সন্দেহে এক ট্রাক চালককে আটক করা হয়েছে।
আরও পড়ুন:
৬০০ দিন পর কারামুক্ত কাশ্মীরের সাংবাদিক
এদিকে রাশিয়ায় একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। একটি সেতু (হাইওয়ে ব্রিজ) ট্রেনের লাইনের ওপর ধসে পড়ায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় রুশ কর্মকর্তারা এ ঘটনাকে ‘অবৈধ অনুপ্রবেশ’ বলে উল্লেখ করেছেন। ঘটনাটি ঘটেছে রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে, স্থানীয় সময় গতকাল শনিবার দিন শেষে। রাশিয়ার এই অঞ্চল ইউক্রেনের সঙ্গে সীমান্ত লাগোয়া। ব্রায়ানস্কের গভর্নর আলেজান্দার বোগোমাজ টেলিগ্রাম পোস্টে বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে সাতজন মারা গেছেন।’ তিনি আরও জানান, আহত ৩০ জনের মধ্যে দুটি শিশুও রয়েছে। আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুজনের অবস্থা গুরুতর। রাশিয়ার সংবাদমাধ্যমগুলোর খবর, ট্রেনটির চালক নিজেও প্রাণ হারিয়েছেন। সংবাদমাধ্যম রিয়া জানায়, ট্রেনটি ক্লিমভ শহর থেকে রাশিয়ার রাজধানী মস্কোয় যাচ্ছিল। ভায়গনিচি গ্রামের কাছে পৌঁছলে লাইনের ওপর সেতু ধসে পড়ে। জায়গাটি ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় ১০০ কিলোমিটার বা ৬২ মাইল ভেতরে।