ডিএসইসির উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক
০২ জুন ২০২৫, ০১:০৬
শেয়ার :
ডিএসইসির উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) এর উদ্যোগে ‘গণমাধ্যমের অপসংবাদিকতা ও ইহার প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। 

গতকাল রবিবার রাজধানীর সেগুনবাগিচা তোপখানা রোডস্থ বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক ওয়াসিক, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মোহাম্মদ আব্দুস সবুর।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি মুক্তাদির অনিক, সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান, সহ-সভাপতি আলী ইমাম সুমন, সাংগঠনিক সম্পাদক শহীদ রানা, কোষাধ্যক্ষ নাজিম উদ-দৌলা সাদি, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক তারেক হোসেন বাপ্পি, কল্যাণ সম্পাদক মো. সাফায়েত হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাহিদ হাসান, নির্বাহী সদস্য তানজিমুল নয়ন, আবু ইউসুফ ছাড়াও সংগঠনের সদস্যরা। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান।

বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় ৫৬ জন সহ-সম্পাদক অংশগ্রহণ করেন। কর্মশালা শেষে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান অংশগ্রহণকারীদের মাঝে সনদ প্রদান করেন।