পোশাক কারখানায় পানি পানে দেড় শতাধিক শ্রমিক অসুস্থ

গাজীপুর প্রতিনিধি
০২ জুন ২০২৫, ০০:২৩
শেয়ার :
পোশাক কারখানায় পানি পানে দেড় শতাধিক শ্রমিক অসুস্থ

গাজীপুর মহানগরীর সাইনবোর্ড এলাকায় রিয়াজ এক্সপোর্ট অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ হয়ে পড়েছেন দেড় শতাধিক শ্রমিক। এদের মধ্যে ৫৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল রবিবার মধ্যাহ্নভোজের (লাঞ্চ) বিরতির পর কারখানার শ্রমিকরা কারখানার সরবরাহকৃত পানি পান করেন। এরপর কয়েকজন পেটব্যথা ও বমি শুরু করলে একে একে অসুস্থ হয়ে পড়েন শতাধিক শ্রমিক।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পরিদর্শক ইসমাইল হোসেন জানান, শ্রমিকদের স্থানীয় তায়রুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেকেই প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে হাসপাতালে ৫৬ জন শ্রমিক চিকিৎসাধীন রয়েছেন।

রিয়াজ এক্সপোর্ট অ্যাপারেলস লিমিটেডের প্রশাসন বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) রাজন বলেন, ‘আমাদের কারখানায় মোট ২,৮০০ শ্রমিক কাজ করেন। অসুস্থ শ্রমিকদের চিকিৎসার ব্যবস্থা কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকেই করা হয়েছে। কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনও নিশ্চিত নয়।’

তায়রুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাহ আলী জানান, ৫৬ জন শ্রমিক বর্তমানে চিকিৎসাধীন। তাদের মধ্যে ১১ জন গর্ভবতী নারীকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। অধিকাংশ শ্রমিকই পেটব্যথা ও বমিতে আক্রান্ত।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার (এসপি) একেএম জহিরুল ইসলাম বলেন, ‘মধ্যাহ্ন বিরতির পর হঠাৎ করে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতি বিবেচনায় অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানায় আজ ছুটি ঘোষণা করা হয়েছে।’