বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে নির্বাচন দিন: খন্দকার মোশররফ
অন্তর্বর্তী সরকারে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ।
আজ রবিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে খন্দকার মোশাররফ বলেন, ‘১৬ বছর যাবত জনগণ ভোটের অধিকার পায় না। ডিসেম্বরে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে সসম্মানে যেতে পারেন।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
ঐক্যমতের জন্য প্রধান উপদেষ্টা আবারও দ্বিতীয়বারের মতো আলোচনা শুরু করবেন। এই আলোচনায় বিএনপি অংশ গ্রহণ করবে বলেও জানিয়েছেন তিনি।
বিএনপির এই নেতা বলেন, ‘বিএনপি আলোচনায় যাবে, কিন্তু গেলেই বা কী করা যাবে। মিনিমাম যে সংস্কারে সব রাজনৈতিক দলগুলো একমত আছে, তা নিয়ে নির্বাচনমুখী হন।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
তিনি আরও বলেন, ‘ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে পরে এমন ষড়যন্ত্র হবে যে নির্বাচন দেওয়াই কঠিন হয়ে যাবে।’
ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের আদলে ছোট উপদেষ্টা পরিষদ করা গেলে নির্বাচন দিতে সুবিধা হবে। সেটা নিয়ে নানা আলোচনা হচ্ছে।’
তিনি বলেন, ‘আমরা অনেক বিশ্বাস করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে এই পদে বসিয়েছি। কিন্তু তিনি জাপানে গিয়ে যে বক্তব্য দিলেন তাতে আমরা খুব বেশি হতাশ। উনি বলেছেন, “একমাত্র নাকি বিএনপিই নির্বাচন চায়।” আমিতো বলছি, কে নির্বাচন চায় না?’