৫০০ জন অভিনয়শিল্পীকে নিয়ে ‘যাত্রা বিরতি’
প্রায় ৫০০ জন অভিনয়শিল্পী নিয়ে নির্মিত হয়েছে ঈদুল আজহার নাটক ‘যাত্রা বিরতি’। বরিশালের বিলাসবহুল একটি লঞ্চ এবং প্রত্যন্ত অঞ্চলে নাটকটির শুটিং হয়েছে। এর গল্প লিখেছেন সুবাতা রাহিক জারিফা। আর নির্মাণে আছেন আদিফ হাসান। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাশেদ সীমান্ত, সিনথিয়া ইয়াসমিন, সুমাইয়া অর্পা, বিনয় ভদ্র, হায়দার আলী, বাদল, কাঞ্চনসহ অনেকে। প্রযোজনা করেছেন আকবর হায়দার মুন্না।
গল্পে দেখা যাবে, বরিশালের উদ্দেশে ঈদের আগের রাতে শেষ লঞ্চটি ছেড়ে যায় ঢাকার সদরঘাট থেকে। লঞ্চের সুপারভাইজার দেলোয়ার নিজেকে অতি জ্ঞানী মনে করলেও মূলত সে একজন সহজ-সরল মানুষ। ঈদের আগের রাত এবং শেষ লঞ্চ হওয়ায় এতে তিল ধারণের জায়গা নেই। সেই লঞ্চের ভিআইপি কেবিনের যাত্রী আইরিন এবং তার ছোট বোন। লঞ্চে নানা অব্যবস্থাপনা দেখে আইরিনের সাথে সুপারভাইজার দেলোয়ারের মনোমালিন্য হয়। আইরিন দেলোয়ারকে দেখে নেওয়ারও হুমকি দেয়।
এদিকে, লঞ্চে উঠেছে নানা কিসিমের যাত্রী। কেউ ১৪ বছর পর প্রবাস থেকে পরিবারের সাথে প্রথম ঈদ করতে এসেছে, কেউ কোরবানির উদ্দেশে ঢাকা থেকে দুটি খাসি কিনে নিয়ে যাচ্ছে, কেউ ভাইয়ের বিয়ে উপলক্ষে বিভিন্ন জিনিসপত্র নিয়ে যাচ্ছে, নতুন বউ প্রথমবারের মতো বাড়িতে যাচ্ছে ঈদ করতে, কাজিনরা মিলে যাচ্ছে বাড়িতে ঈদ করতে- এ রকম অনেক যাত্রী আমরা দেখি যারা নানান স্বপ্ন নিয়ে বাড়িতে যাচ্ছে ঈদ করতে। এরই মাঝে লঞ্চে ঘটতে থাকে নানান ঘটনা। সকালে ঈদ, তাই লঞ্চের মধ্যে উৎসবমুখর পরিবেশ। কিন্তু হঠাৎ করেই লঞ্চটি দুর্ঘটনার কবলে পড়ে। আতঙ্কিত হয়ে পড়ে যাত্রীরা। শেষ পর্যন্ত ঈদ উদযাপনের জন্য যাত্রীরা কি নিরাপদে বাড়িতে পৌঁছাতে পারেন? সেটাই দেখা যাবে নাটকে।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
নাটকটি প্রসঙ্গে রাশেদ সীমান্ত বলেন, ‘ঈদে বেশ কয়েকটি নাটক করেছি, তবে “যাত্রা বিরতি”র গল্পটি অন্যরকম ভালোলাগা কাজ করেছে। লাখ লাখ মানুষ ঈদকে কেন্দ্র করে নারীর টানে বাড়ি ফিরে, কিন্তু সেই যাত্রা সবসময় যে আনন্দদায়ক হয় এ রকম নয়। তেমন একটি ঈদ-যাত্রার গল্প নিয়ে এই নাটক।’
প্রায় ৫০০ জন অভিনয়শিল্পী রয়েছেন এই নাটকে। এ প্রসঙ্গে অভিনেতার ভাষ্য, ‘প্রায় ৫০০ জনের মতো অভিনয়শিল্পী নাটকটিতে অংশগ্রহণ করেছেন। নাটকটি করতে গিয়ে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে, তবে দর্শকরা যদি নাটকটি উপভোগ করেন, তাহলে আমাদের কষ্ট সার্থক হবে।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
জানা গেছে, ঈদুল আজহার আগে ৫ জুন বিকেল ৫টায় ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে নাটকটি উন্মুক্ত হবে।