মহেশখালীতে বন্যার্তদের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ

কক্সবাজার প্রতিনিধি
০১ জুন ২০২৫, ০৯:৫৮
শেয়ার :
মহেশখালীতে বন্যার্তদের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ

কক্সবাজারের মহেশখালীতে বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে কোস্ট গার্ড।

আজ রবিবার সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, ‘প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল ও নদী তীরবর্তী অঞ্চলের দুর্যোগ মোকাবিলা এবং আর্থ-সামাজিক উন্নয়নে সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। পাশাপাশি সমুদ্র তীরবর্তী এলাকায় শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা ও জননিরাপত্তা নিশ্চিতকল্পে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। সাম্প্রতিক বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে সৃষ্ট জোয়ারের পানিতে কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়ে স্থানীয় মানুষ পানি বন্দি হয়ে পড়ে। কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি স্টেশন মহেশখালী কর্তৃক গতকাল শনিবার দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মহেশখালী উপজেলার কুতুবজুম, মাতারবাড়ি ও সোনাদিয়ায় বন্যা কবলিত ১৩৫ টি গরীব ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ ও শুকনা খাবার বিতরণ করা হয়।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরণের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।’