বৈষম্যবিরোধী সংগঠকের ওপর হামলা /

প্রত্যাহার করা হল নগরকান্দা থানার ওসিকে

ফরিদপুর প্রতিনিধি
৩১ মে ২০২৫, ২৩:৫৭
শেয়ার :
প্রত্যাহার করা হল নগরকান্দা থানার ওসিকে

ফরিদপুরের নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলীকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক বৈশাখী ইসলাম বৃষ্টির ওপর হামলা এবং এ ঘটনার প্রেক্ষাপটে তাকে নগরকান্দা থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. শামসুল আজম বলেন, 'প্রশাসনিক কারণে নগরকান্দা থানার ওসি মো. সফল আলীকে নগরকান্দা থানা থেকে ফরিদপুর পুলিশ লাইনস-এ সংযুক্ত করা হয়েছে। শনিবার ফরিদপুরের পুলিশ সুপারে এ আদেশ দিয়েছেন।

সফর আলী ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর নগরকান্দা থানার ওসি হিসেবে যোগ দেন।'

নগরকান্দা উপজেলার ডাঙ্গি ইউনিয়নের ভবুকদিয়া এলাকায় রাস্তার ওপর হামলার শিকার হন বৈশাখী। গত শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। দশম শ্রেণিতে পড়ুয়া তার ছোট বোনকে স্কুলে আসা যাওয়ার পথে উত্যক্ত করতেন ওই এলাকার বখাটে তরুণ শরীফ বেপারি (২১)। এ ঘটনায় গত শুক্রবার নগরকান্দা থানায় একটি অভিযোগ দেন বৈশাখী। অভিযোগ দিয়ে ফিরে আসার পথে ভুবকদিয়া এলাকায় তার ওপর এ হামলার ঘটনা ঘটে।

ফরিদপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই-আগস্ট গণআন্দোলনে ফরিদপুরে মুখ্য সংগঠক হিসেবে দায়িত্বপালনকারী শাহ্ মো. আরাফাত বলেন, 'এলাকার মানুষের সাথে ধস্তাধস্তি হয়েছে, আমাদের ওপর হামলা হয়েছে কিন্তু প্রশাসন আসে না। প্রশাসনের নীরব ভূমিকা।'

হামলার জন্য বিএনপিকে অভিযোগ করে বৈশাখী জানান, তাকে রাস্তায় ফেলে বিএনপির লোকজন মেরেছে।

তবে অভিযোগ অস্বীকার করে ওই এলাকার বাসিন্দা নগরকান্দা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামান মোল্লা বলেন, 'ওই সমন্বয়ক এবং যে ছেলের সাথে এ ঘটনা তারা আওয়ামী লীগ ঘরনার পরিবারের সদস্য। এর সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই।'