আমরা কেন নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করব: ড. এস এম ফায়েজ

অনলাইন ডেস্ক
৩১ মে ২০২৫, ২৩:১৮
শেয়ার :
আমরা কেন নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করব: ড. এস এম ফায়েজ

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এস এম ফায়েজ বলেছেন, আমাদের তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে দেখতে হবে যারা জুলাই -আগস্টে শহীদ ও আহত হয়েছেন,যারা জীবন দিয়ে রক্ত দিয়ে দেশটাকে রক্ষা করেছেন, তারপরে আসলেন প্রফেসর ইউনুস কিন্তু সবার আস্থার জায়গায় প্রফেসর ইউনুস তাকে নিয়ে উজ্জীবিত ছিল, একমাত্র আওয়ামী লীগ ছাড়া সবাই তাকে সদরে গ্রহণ করে আমন্ত্রণ জানালেন।

তিনি বলেন, আমাদের আজকে উনাকে আস্থার জায়গা থেকে এত তাড়াতাড়ি ফেলে দেয়াটাও ঠিক হচ্ছে কিনা এটি আমি প্রায় নিজে নিজে ভাবি। আমরা কেন এখন নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করব। 

আজ শনিবার সকাল ১০টায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গণতন্ত্র, নির্বাচন ও সংস্কার আশু করণীয়'-শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর এস এম ফায়েজ এসব কথা বলেন। সেমিনারটি আয়োজন করে পলিসি ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চ সোসাইটি। 

তিনি বলেন, ছাত্রদের কী প্রতিভা, কিভাবে তারা এগিয়ে আসলো, ছাত্ররা সাহসের পরিচয় দিল, কিভাবে তারা বুক চিতিয়ে জীবন দিয়ে দিল, একটা মৃত্যুকে তারা অতি সহজে বরণ করে নিল, কয়জন পারে এ কাজ।

প্রফেসর মাহবুব উল্লাহ উদ্ধৃতি দিয়ে ড. ফায়েজ বলেন, তিনি যেটা বললেন, সুব্রত মাইন ও আরেকজন কাকে যেন ভারতের র পাঠালেন নেতৃবৃন্দকে হত্যা করে নিজের দলের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য। আমার মনে হয় এতটা না করলেও হতো। সত্যিকার অর্থে মনে হচ্ছে আমরা নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করছি ,আমাদের এখান থেকে বেরিয়ে আসা দরকার, যারা প্রাণ দিল যেসব তরুণরা তাদেরকে আমাদের দারুন ভাবে ভাবতে হবে,তাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে।

তিনি আরও বলেন,বাংলাদেশকে আমরা শ্রদ্ধা এবং প্রতিভার জায়গা নিয়ে আসবো, যারা আমরা জাতির বিবেক আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে এবং আলোচনার মাধ্যমে সুন্দর সমাধান বের করে নিয়ে আসা সম্ভব। 

সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডক্টর মাহাবুব উল্লাহ। পলিসি ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চ সোসাইটির ভাইস-চেয়ারম্যান এবং সাবেক যুগ্ম সচিব বিজন কান্তি সরকারের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক সচিব মো. ইসমাইল জবিউল্লাহ।

অবসরপ্রাপ্ত কর কমিশনার কাজী ইমদাদুল হকের সঞ্চালনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও সাবেক সচিব আব্দুস সাত্তার,পিএমআরএস মহাসচিব সাবেক সচিব আব্দুল বারী,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, সাবেক সচিব আব্দুল খালেক, সাবেক সচিব জাকির হোসেন, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সামসুল ইসলাম, পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ মাসুম প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন সাবেক সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপসচিব, শিক্ষক , প্রকৌশলী, কৃষিবিদসহ বিভিন্ন দপ্তরের সিনিয়র কর্মকর্তা বৃন্দ।