পিছিয়ে গেল দুই সিনেমা

বিনোদন প্রতিবেদক
৩১ মে ২০২৫, ১৭:৪২
শেয়ার :
পিছিয়ে গেল দুই সিনেমা

আসন্ন ঈদুল আজহায় মুক্তির তালিকায় আছে ‘তাণ্ডব’, ‘ইনসাফ’, ‘টগর’, ‘নীলচক্র’, ‘এশা মার্ডার’সহ একগুচ্ছ সিনেমা। এর মধ্যে ছিল ‘শিরোনাম’ ও ‘নাদান’ নামের দুটি সিনেমাও। কিন্তু এরই মধ্যে মুক্তির মিছিল থেকে ছিটকে গেল এই দুই সিনেমা।

‘নাদান’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন শ্যামল মাওলা ও সায়মা স্মৃতি। কারিগরি জটিলতার কারণে সিনেমাটি এবারের ঈদে মুক্তি পাচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

গত ১৩ মে ফার্স্টলুক প্রকাশের মাধ্যমে এসেছিল ‘নাদান’ মুক্তির ঘোষণা। সিনেমাটি পরিচালনা করেছেন ফরহাদ হোসেন। এটি নির্মাতার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা। এতে শ্যামল ও সায়মা ছাড়াও অভিনয় করেছেন রাকিব হোসেন ইভন, এরফান মৃধা শিবলু, সাইফ খান, জুয়েল জহুর প্রমুখ।

এদিকে, মুক্তির মিছিল থাকছে না চিত্রনায়ক নিরব অভিনীত ‘শিরোনাম’ সিনেমাটিও। এর ফাস্টলুক প্রকাশ করে জানানো হয়েছিল আসন্ন কোরবানি ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এটি। পোস্টারে লম্বা চুল, চোখে কালো সানগ্লাস, গলায় একাধিক চেইন আর কালো জ্যাকেটের মিশেলে দর্শকদের নজর কেড়েছিলেন নিরব। সিনেমাটিতে তার চরিত্রের নাম ইব্রাহিম।

জানা গেছে, ‘শিরোনাম’র শুটিং এখনও শেষ হয়নি। আর সে কারণে এবারের ঈদে এটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।

নিরব বলেন, ‘আমরা যখন ঈদে মুক্তির ঘোষণা দিই, তখন পাঁচ-ছয় দিনের শুটিং বাকি ছিল। চাইলে দ্রুত কাজ শেষ করা যেত। কিন্তু আমরা তাড়াহুড়া করতে চাইছি না। সময় নিয়ে ভালোভাবে সিনেমাটি শেষ করে দর্শকের সামনে আসতে চাই। কারণ, শিরোনামের গল্পটা খুব শক্তিশালী।’