গরুবোঝাই ট্রাক উল্টে দুই ব্যবসায়ী নিহত, আহত ৮
রাজবাড়ীর কালুখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গরুবোঝাই ট্রাক উল্টে দুইজন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৮ জন। আজ শনিবার দুপুর দেড়টার দিকে কালুখালী উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাংলাদেশ হাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুষ্টিয়ার পশ্চিম আব্দাল গ্রামের রশিদুল ইসলামের ছেলে রফিক হোসেন (৩০), মধুপুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৫০)।
আহতরা জানায়, কুষ্টিয়া জেলার মধুপুর এলাকা থেকে ১০ জন বেপারী ১৪টি গরু নিয়ে এক ট্রাকে করে ঢাকা গাবতলী গরুর হাটে যাচ্ছিল। পথে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার বাংলাদেশ হাট মোড় ও খাগজানা মোড়ের মাঝামাঝি এলাকায় একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন গরু ব্যবসায়ীর মৃত্যু হয়। একই সময় দুইটি গরুও মারা যায়।
খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত রায়, পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশীদ, কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুর রহমান ও কালুখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইন্সটেক্টর জিল্লুর রহমান ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন। পরে তাদের কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ওসি হারুন-অর-রশীদ বলেন, ‘নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। ট্রাকে থাকা ১২টি গরু জীবিত উদ্ধার করা হলেও দুইটি গরু মারা গেছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’