আনোয়ারায় সিএসজি-মাইক্রো মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু ২

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
৩১ মে ২০২৫, ১২:৪৪
শেয়ার :
আনোয়ারায় সিএসজি-মাইক্রো মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু ২

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সিএনজি-মাইক্রোর মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘটনাস্থলে ২ জনের মৃত্যু হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের শোলকাটা লাবিবা কমিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনেই সিএনজি অটোরিকশার যাত্রী ছিলেন। নিহত একজনের নাম ইয়াসমিন। তবে আরেকজনের নাম জানা যায়নি। 

এ ঘটনায় আহতরা হলেন বাঁশখালী উপজেলার আলমগীর (২৮), বৃষ্ণ দাশ (২৯)। তাদের গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) পাঠানো হয়েছে।

স্থানীয় প্রতক্ষ্যদর্শীরা জানান , বাঁশখালীর টৈ টং থেকে ছেড়ে আসা শহরমুখী যাত্রীবাহী সিএনজি অটোরিকশাকে অজ্ঞাত মাইক্রো ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এ সময় সিএনজি অটোরিকশার চালক আহত হয়েছেন। তবে তাৎক্ষণিক কারো পরিচয় পাওয়া যায়নি।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ ওসি মনির হোসেন বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। ঘাতক চালক গাড়ি নিয়ে পালিয়ে যান। আমরা মরদেহ থানায় নিয়ে এসে আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।’