পরীর মানবিক উদ্যোগ
ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। অভিনয়ের চেয়েও বেশি ব্যক্তিজীবন নিয়েই বারবার সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। তবে মা হিসেবে একেবারেই ব্যতিক্রম এই নায়িকা। মাতৃত্বের সুখবর পেয়েই সিনেমা থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। প্রাক্তন স্বামী শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর একা হাতেই সামলাচ্ছেন মা-বাবার দায়িত্ব। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে মা ও নবজাতকের জন্য প্রয়োজনীয় পণ্যের ব্র্যান্ডশপ এনেছেন পরীমণি।
এবার মানবিক উদ্যোগ গ্রহণ করলেন এই চিত্রনায়িক। ব্যবসায়ী প্রতিষ্ঠানটির লাভের অংশ দিয়ে গর্ভবতী মা ও নবজাতকদের পাশে থাকার কথা জানালেন তিনি।
বিশেষ এই উদ্যোগ প্রসঙ্গে পরীর বলেন, ‘সবাই জানেন চলতি বছর ভালোবাসা দিবসে মা ও শিশুদের জন্য যাত্রা শুরু করেছে আমার ও আপনাদের সবার প্রিয় প্রতিষ্ঠান “বডি”। শুরু পর থেকে এখন পর্যন্ত আপনাদের যে ভালোবাসা পাচ্ছি সত্যই তা আমাকে সামনের দিকে নিয়ে যেতে সাহস দিচ্ছে। আর তাই এবার “বডি” গর্ভবতী মা ও নবজাতকদের পাশে থাকার জন্য আরও এক নতুন উদ্যোগ নিয়েছে। প্রতি তিন মাস পরপর “বডি”র সেলের একটি নির্দিষ্ট লভ্যাংশ তাদের জন্য বরাদ্দ রাখা হবে।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
পাশাপাশি তিনি আরও জানান, সামনে আরও বেশ কিছু চমক যুক্ত হচ্ছে ‘বডি’তে।
উল্লখ্য, ২০২২ সালের ১০ আগস্ট প্রথমবারের মতো পুত্রসন্তানের মা হন পরীমণি। ছেলের নাম শাহীম মুহাম্মদ রাজ্য। এরপর একটি কন্যাসন্তানও দত্তক নিয়েছেন তিনি। নাম রেখেছেন সাফিরা সুলতানা প্রিয়ম। এখন দুই সন্তানের দেখভাল একাই করছেন তিনি।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
এদিকে, পরী অভিনীত বেশ কিছু সিনেমা মুক্তি অপেক্ষায় আছে। পাশাপাশি ‘গোলাপ’ নামের নতুন একটি সিনেমাতেও চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। যেখানে তার সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়ক নিরব হোসাইন।