বালুবোঝাই ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

বোয়ালমারী প্রতিনিধি
৩১ মে ২০২৫, ১০:৪৩
শেয়ার :
বালুবোঝাই ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ফরিদপুরের বোয়ালমারীতে বালুবোঝাই ট্রাকচাপায় রবিউল শেখ (২১) ও সবুজ শেখ (২০) নামে ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কাদিরদি কলেজের সামনে এ ঘটনা ঘটে। 

রবিউল শেখ ঘটনাস্থলে ও সবুজ শেখ রাজধানীর জাতীয় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত রবিউল মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের মির্জাকান্দি গ্রামের বক্কার শেখের ছেলে ও সবুজ শেখ একই গ্রামের ইসলাম শেখের ছেলে। তারা সম্পর্কে মামাতো ও ফুফাতো ভাই। 

এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন এবং বোয়ালমারীর দিকে যাচ্ছিলেন। ফরিদপুরের মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে বোয়ালমারীর কাদিরদি কলেজের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে পিছন থেকে সজোরে ধাক্কা দিয়ে সড়কের ওপরে ছিটকে পড়ে। এ সময় পিছনে থাকা চলন্ত বালুবোঝাই ১০ চাকার ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে রবিউল শেখ মারা যান এবং সবুজ শেখ রাজধানীর জাতীয় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যান। এছাড়া মোটরসাইকেলের আরেক আরোহী আহত হয়েছেন। তবে তার নাম পরিচয় জানা সম্ভব হয়নি। 

কামালদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওয়ালিদ হাসান মামুন বলেন, ‘মোটরসাইকেলে করে তারা ৩ জন বোয়ালমারীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ট্রাকচাপায় রবিউল ঘটনাস্থলে নিহত হন। একই গ্রামের ইসলাম শেখের ছেলে সাগর শেখ জাতীয় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আরেক যুবক আহত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ‘ট্রাকচাপায় এক যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। আহত আরেকজন চিকিৎসাধী অবস্থায় ঢাকায় মারা গেছেন বলে জানতে পেরেছি। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’