পলাশবাড়ীতে সারজিস /
‘যারা জনগণের স্বার্থে কাজ করবে, তাদেরকেই নির্বাচিত করুন’
যারা নিজেদের আখের গোছানোর কথা না ভেবে জনগণের স্বার্থে কাজ করবে তারা যে দলেরই হোক, যে মার্কারই হোক তাদেরকেই নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের স্থানীয় চৌমাথা মোড়ে এনসিপি আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সারজিস আলম বলেন, ‘যারা জনগণের স্বার্থে কাজ করবে তাদেরকেই দলমত নির্বিশেষে নির্বাচিত করুন।রাজনৈতিক দলগুলোর কামড়াকামড়ি বন্ধ করতে হবে। আগে স্থানীয় ও জাতীয় পর্যায়ে বড় বড় দলের বড় বড় মার্কার রাজনৈতিক নেতারা ছিলেন। একেকজন নেতাকে আমরা দেখেছি-যতটা না এলাকার উন্নয়নে মনোযোগ ছিল, তার চেয়ে বেশি মনোযোগ ছিল নিজেদের আখের গুছিয়ে নেওয়ায়। নিজের ক্রেডিট নেওয়ার। এসব বন্ধ করতে হবে।’
পথসভায় জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট আলী নাসের খান, যুগ্ম মুখ্য সমন্বয়ক ডা. মাহমুদা মিতু, যুগ্ম মুখ্য সংগঠক আসাদুল্লাহ গালিব, সাদিয়া ফারজানা দিনা, কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান সোহাগ, কেন্দ্রীয় সদস্য ফিহাদুর রহমান দিবস ও রফিকুল ইসলাম কনক প্রমুখ উপস্থিত ছিলেন।
স্থানীয়দের মধ্যে কুড়িগ্রাম জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র জান্নাতুল তহুরা তন্বি, পলাশবাড়ীর মুখ্য সংগঠক মাসুদ রানা শেখ, জেলা যুগ্ম আহবায়ক অর্ণব আহম্মেদ ছামিদ ও সদস্য আরিফ মিয়া ছাড়াও অন্যরা উপস্থিত ছিলেন।
সারজিস আলমসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা শুক্রবার দিনভর গাইবান্ধার বিভিন্ন স্থানে পথসভা করেন। রংপুর থেকে তারা প্রথমে গোবিন্দগঞ্জে পৌঁছান। এরপর তারা সাঘাটা উপজেলার বোনারপাড়া, ফুলছড়ি উপজেলার কালিরবাজার, গাইবান্ধা জেলা শহরের পৌরপাক ও পলাশবাড়ীর চৌমাথা মোড়ে পথসভা করেন।
পরবর্তী সময়ে সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট শহীদ মিনার এবং সুন্দরগঞ্জ উপজেলা সদরের স্বাধীনতা চত্বরে তাদের পথসভা করার কথা রয়েছে।