ঈদযাত্রায় ট্রেনের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু
ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের ফিরতি যাত্রার টিকিট বিক্রি আজ শুক্রবার থেকে শুরু হয়েছে। ঈদ উপলক্ষে নেওয়া রেলের কর্মপরিকল্পনা থেকে এ তথ্য জানা গেছে।
রেলের কর্মপরিকল্পনা থেকে জানা গেছে, আজ সকাল ৮টা থেকে রেলওয়ের পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট ও দুপুর ২টায় পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর টিকিট বিক্রি হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসন বিক্রি হচ্ছে অনলাইনে।
আন্তঃনগর ট্রেনের ৯ জুনের আসনের টিকিট বিক্রি হওয়ার কথা আজ, ১০ জুনের আসনের টিকিট বিক্রি হবে ৩১ মে, ১১ জুনের আসনের টিকিট বিক্রি হবে ১ জুন, ১২ জুনের আসনের টিকিট বিক্রি হবে ২ জুন; ১৩ জুনের আসনের টিকিট বিক্রি হবে ৩ জুন, ১৪ জুনের আসনের টিকিট বিক্রি হবে ৪ জুন এবং ১৫ জুনের আসনের টিকিট বিক্রি হবে ৫ জুন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
ঈদুল আজহা উপলক্ষে সাত দিন অগ্রিম যাত্রার টিকিট বিক্রি করেছে বাংলাদেশ রেলওয়ে। ২১শে মে শুরু হয়ে ২৭ মে শেষ হয় যাত্রার টিকিট। এর দুই দিন পর ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে রেলওয়ে।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, অগ্রিম কেনা টিকিটগুলো যাত্রীরা রেলওয়েকে ফেরত দিতে পারবেন না এবং প্রতিজন টিকিটপ্রত্যাশী চারটি আসনের টিকিট একবার একসঙ্গে সংগ্রহ করতে পারবেন।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?