ছাত্রদল সভাপতি রাকিব পূর্ণ বিশ্রামে, গুজব থেকে সতর্ক থাকার অনুরোধ
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতির পদ থেকে রাকিবুল ইসলাম রাকিবকে সরিয়ে দেওয়া হয়েছে বলে গুঞ্জন উঠেছে। এমন তথ্য সঠিক নয় বলে আজ শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংগঠনটি।
ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, ‘শারীরিক অসুস্থতার কারণে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পূর্ণ বিশ্রামে আছেন। তাই তিনি গত দুদিন যাবত দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করতে পারছেন না। আগামী রবিবার থেকে তিনি দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন, ইনশাআল্লাহ... ছাত্রদলের নেতাকর্মী ও সমর্থক সকলের কাছে ছাত্রদল সভাপতি শারীরিক সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেছেন।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এতে আরও বলা হয়, ‘ছাত্রদল সভাপতির শারীরিক অসুস্থতা নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি না ছড়ানোর জন্য অনুরোধ করা হচ্ছে। ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীদের যেকোনো ধরনের গুজব হতে সতর্ক থাকার জন্য কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে অনুরোধ করা হলো।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?