ইসলাম ধর্ম গ্রহণের বিষয়ে মিথ্যা বলেছিলেন অপু বিশ্বাস
ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন বলে জানিয়েছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তবে এ তিনি তা মিথ্যা বলেছিলেন এবং এখনো সনাতন ধর্মাবলম্বীই আছেন। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে এ কথ বলেন অপু বিশ্বাস।
ঢাকাই সিনেমায় অনেক ছবিতে শাকিব খানের সঙ্গে জুটি হিসেবে কাজ করেছেন অপু বিশ্বাস। কাজের সুবাধে শাকিবের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার। এরপর ২০০৮ সালে বিয়ে করেন তারা। তবে সে কথা রেখেছিলেন গোপন। পরে ২০১৭ সালের ১০ এপ্রিল নিজের সন্তান আব্রাম খান জয়কে নিয়ে একটি বেসরকারি টিভি চ্যানেলের লাইভে এসে বিয়ের কথা এসব তথ্য জানিয়েছিলেন অপু বিশ্বাস।
তখন অপু বিশ্বাস জানান, শাকিবকে বিয়ে করে সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি। তবে সম্প্রতি দেওয়া সাক্ষাৎকারে অপু জানিয়েছেন, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেননি, আছেন সনাতন ধর্মেই।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
সাক্ষাৎকারটিতে অপু বিশ্বাস বলেন, ‘সত্যি কথা বলতে বিয়ের পরও আমি পুরোনো ধর্ম নিয়েই ছিলাম। ক্যামেরার সামনে অনেক মিথ্যা বলেছি, কিছু কিছু জিনিসের কারণে। প্রথম দিকে নিজের ক্যারিয়ার জন্য মিথ্যা বলেছিলাম। তাছাড়া ওই সময় শাকিব আমার স্বামী ছিল। তাকে সমর্থন করাটা আমার দায়িত্ব ছিল। আমরা অনেক প্রোগ্রামে বা শুটিংয়ে একজন অন্যজনকে প্রশ্ন করতাম কবে বিয়ে করছ? সেও আমাকে উল্টো প্রশ্ন করত, আমার বিয়ে কবে হচ্ছে। অনুষ্ঠান শেষে রাতে বাড়ি ফিরে রান্না করে খাওয়াচ্ছি। আমরা তখন রানিং স্বামী-স্ত্রী।’
এ চিত্রনায়িকা বলেন, ‘আমার ছেলেকে নিয়ে যখন লাইভে আসলাম তখন সবাই জানতে পারল আমি বিবাহিত। সবাই মনে করতো আমি যেহেতু একজন মুসলিম ধর্মাবলম্বী ছেলেকে বিয়ে করেছি আমিও মুসলমান হয়েছি। কিন্তু আমি বিয়ের পর থেকেই হিন্দু। কারণ হিন্দু থেকে মুসলিম হওয়ার জন্য প্রক্রিয়াধীন কাজগুলো হয় তার একটাও তারা (শাকিবের পরিবার) করেননি। বিয়ের সময় মুসলিম ধর্মে এসে এখন হিন্দু ধর্মে ফিরে গিয়েছি বিষয়টা তা না।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
মাঝে একটা সময় ধর্ম নিয়ে দর্শকদের মিথ্যা বলেছেন, অনুষ্ঠান উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে অপু বিশ্বাস বলেন, ‘আমার ছেলের জন্য মিথ্যা বলেছি। সেই সময় যেহেতু আমার বাচ্চা হয়ে গেছে। আর শাকিবকে বিয়ে করেছি সে মুসলিম। সেই জায়গায় থেকে ভেবেছি সংসার ঠিকঠাক থাকুক। যেমনটা বিয়েকে আড়াল করেছিলাম। কিন্তু সময়ের সাথে সাথে বিয়ের কথা প্রকাশ করেছি।’
তিনি বলেন, ‘দিনশেষে আমি ভুলে গিয়েছিলাম আমি যদি মারা যাই তখন আমার কাছের ভাই-বন্ধুরা আছেন। আমার যে অনুরাগী বা দর্শকরা আছেন তারা আমাকে কী করবে? মাটি দেবে নাকি আগুনে পোড়াবে? মানুষ তো তখন দ্বিধায় পড়ে যাবে। শাকিব খানের সঙ্গে তো আমার সম্পর্ক নেই। তাহলে সত্য তো বলতে হবে।’
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’