অটোরিকশার সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কনার
কিশোরগঞ্জের হোসেনপুরে চার্জে লাগনো অটোরিকশার সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কনা আক্তার (২৮) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার সকালে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মাধখোলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কনা আক্তার একই গ্রামের সুমন মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে বাবার বাড়িতে যাওয়ার জন্য পাশের বাড়িতে অটোরিকশার খোঁজ করতে যান কনা। সেখানে চার্জে লাগানো অটোরিকশার সঙ্গে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. দেবাঞ্জন পন্ডিত।