ছাত্রদল সভাপতির পদ হারানোর গুঞ্জন, যা বললেন সম্পাদক

অনলাইন ডেস্ক
৩০ মে ২০২৫, ১৬:৫১
শেয়ার :
ছাত্রদল সভাপতির পদ হারানোর গুঞ্জন, যা বললেন সম্পাদক

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তার পদ হারিয়েছেন বলে গুঞ্জন উঠেছে। তবে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, ছাত্রদল সভাপতিকে নিয়ে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে।

আজ শুক্রবার নিজের ভ্যারিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে নাছির উদ্দীন নাছির লেখেন, ‘টানা অনেকদিন বৃষ্টিতে ভিজে দলীয় কর্মসূচি পালন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ঠাণ্ডা জ্বরে আক্রান্ত হয়েছেন। তাই আজ কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারেননি। আমি তার সুস্থতা কামনা করছি।’

তিনি লেখেন, ‘ছাত্রদলের সভাপতির শারিরীক অসুস্থতার সময়ে নানা ধরনের ভিত্তিহীন গুজব ছড়িয়ে পড়তে দেখেছি। এগুলো সবই উদ্দেশ্যমূলক এবং বিভ্রান্তিকর প্রোপাগান্ডা। আপনারা সবাই এ ধরনের গুজব পরিহার করুন।’