মেয়ের বাড়ি থেকে ফেরার পথে ট্রাকচাপায় বাবার মৃত্যু
রাজবাড়ীর কালুখালীতে দ্রুত গতির একটি ট্রাকের চাপায় বারেক মন্ডল (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তিনি রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের দয়ালনগর গ্রামের তোরাপ মন্ডলের ছেলে।
আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার চাঁদপুর ব্রীজের উপর এ দুঘর্টনা ঘটে।
স্থানীয়রা জানান, কালুখালী উপজেলার চাঁদপুর ব্রিজের ওপর এক মোটরসাইকেল আরোহীকে পিছন থেকে দ্রুত গতির একটি ট্রাক চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত বারেক মন্ডলের মেয়ে স্মৃতি বেগম বলেন, ‘আজ সকালে বাবা মোটরসাইকেলযোগে আমার শশুর বাড়িতে আসেন। খাওয়া-দাওয়া শেষে দুপুরে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে কালুখালী উপজেলার চাঁদপুর ব্রিজের ওপর উঠলে পিছন থেকে দ্রুত গতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। পরে খবর পেয়ে হাসপাতালে এসে বাবার মরদেহ দেখতে পাই।’
কালুখালী হাসপাতালের মেডিকেল অফিসার ডা. নুরুল ইসলাম বলেন, ‘হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।’
বিষয়টি নিশ্চিত করে পাংশা হাইওয়ে থানার এসআই সাজ্জাদ হোসেন বলেন, ‘খবর পেয়ে কালুখালী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কালুখালী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’