পাকিস্তান থেকে স্বেচ্ছায় ভারতে চলে আসবে কাশ্মীরিরা
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর থেকে বাসিন্দারা ভবিষ্যতে স্বেচ্ছায় ভারতের কাশ্মীরে চলে যাবে বলে মন্তব্য করেছেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজানাথ সিং। তিনি বলেন, ‘পাকিস্তানের দখল করা কাশ্মীরের বাসিন্দারা ভৌগলিক ও রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। খুব শিগগিরিই তারা ভারতে ফিরে আসবেন।’ গতকাল বৃহস্পতিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত সিআইআই বিজনেস সামিটে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
রাজানাথ সিং বলেন, ‘‘আমি বিশ্বাস করি পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বাসিন্দারা আমাদের পরিবারেরই অংশ। আমরা ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’ তৈরির জন্য প্রতিশ্রুতিবদ্ধ। যারা রাজনৈতিক ও ভৌগলিক কারণে আজ আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, আমরা বিশ্বাস করি একদিন তারা স্বেচ্ছায় মূল ভারতে ফিরে আসবেন। ’’
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
ভারতের প্রতিরক্ষামন্ত্রী দাবি করেন, ভারত সবসময়ই ভালোবাসার পথ বেছে নিয়েছে। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের সঙ্গে ভারতের সংযোগের ওপর সাংস্কৃতিক, সামাজিক ও অর্থনৈতিক উন্নতি নির্ভর করছে। তিনি বলেন, ‘পাকিস্তান এখন বুঝতে পারছে যে সন্ত্রাসের বাণিজ্য কোনো সমাধান নয়, এজন্য চড়া মূল্য দিতে হয়।’
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস