বরুড়ায় ঝড়ের কবলে ১২ ঘণ্টা বিদ্যুৎ বিছিন্ন

বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি
৩০ মে ২০২৫, ১৪:৫০
শেয়ার :
বরুড়ায় ঝড়ের কবলে ১২ ঘণ্টা বিদ্যুৎ বিছিন্ন

কুমিল্লার বরুড়া পৌর সদর বাজারে সরকারি হাসপাতালের সামনে ঝড়ের কবলে পড়ে ৪টি বিদ্যুৎ এর খাম্বা ভেঙ্গে পড়ে বিদ্যুৎ বিছিন্ন হয়ে পড়েছে বরুড়া উপজেলার বিভিন্ন গ্রাম। 

গতকাল বৃহস্পতিবার সারাদিন বৃষ্টি পড়ে মাটি নড়বড় হয়ে রাতে ঝড়ের আঘাতে বিশাল আকারের একটি মেহগনি গাছ বরুড়া সরকারি হাসপাতালের সামনে ভেঙ্গে পড়ে। 

বিশাল গাছের প্রভাবে পাশে ট্রান্সফরমারসহ পাশাপাশি ৪টি খাম্বা ভেঙ্গে বরুড়া লালমাই সড়কের ওপর পড়ে। এতে করে বিদ্যুৎ বন্ধের পাশাপাশি সড়কও বন্ধ হয়ে যায়। চরম ভোগান্তির শিকার হচ্ছে রোগী ও পথচারীরা।  

গতকাল রাত ১২টা থেকে আজ সাড়ে ১২টা পর্যন্ত বিদ্যুৎ মেরামতের কাজ এখনো ধরেনি বিদ্যুৎ-এর লোকজন। 

বরুড়া পল্লী বিদুৎ এর ডিজিএম রিশী কুমার ঘোষ বলেন, ‘চান্দিনা থেকে মালামাল ও লোকবল এনে কাজ করতে হবে। তাছাড়া আজ বন্ধের দিন তাই একটু সময় লাগছে লোকবল ও মালামাল আনতে। দ্রুত কাজ সমাধান করার চেষ্টা করব।’