বগুড়ায় চলতি মৌসুমে সর্বোচ্চ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

বগুড়া প্রতিনিধি
৩০ মে ২০২৫, ১৩:০১
শেয়ার :
বগুড়ায় চলতি মৌসুমে সর্বোচ্চ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

বগুড়ায় চলতি মৌসুমে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। 

গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা ৪০ মিনিট থেকে আজ শুক্রবার সকাল ৯ টা পর্যন্ত একটানা মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। এ সময় ১৬১ দশমিক ২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে, যা এই মৌসুমে সর্বোচ্চ। 

বগুড়া আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক সৈয়দ গোলাম কিবরিয়া এতথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, বগুড়ায় মাঝারি ধরনের বৃষ্টি চলমান রয়েছে। আজ শুক্রবার রাত ৩টা থেকে সকাল ৬টা পর্যন্ত ৫১ মিলিমিটার এবং সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৪৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আজ সারাদিন বৃষ্টি হতে পারে। নিম্ন চাপের কারণে বৃষ্টি হচ্ছে। তবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে। 

এদিকে টানা বৃষ্টিতে ড্রেন উপচে সড়কে হাঁটু পানি জমে গেছে। এ সময় দুর্ভোগে পড়েন শহরে চলাচলকারীরা। শহরের সাতমাথা, বড়গোলাসহ বিভিন্ন সড়কে পানি জমে যান চলাচল বিঘ্নিত হয়। এর পাশাপাশি অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে বিভিন্ন নদ-নদী ও খাল-বিলে পানি বাড়তে শুরু করেছে।