সাঁথিয়ায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
পাবনার সাঁথিয়া উপজেলার মাধপুর হাইওয়ে থানা পুলিশের টহল দল পাবনা-ঢাকা সড়কের সড়াডাঙ্গী নামক স্থানে রাস্তার পাশ থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে এ মরদেহ উদ্ধার করে পুলিশ।
মাধপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান, হাইওয়ে টহল পুলিশ রাস্তার পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে। তার বয়স আনুমানিক ৬০ বছর হবে। মরদেহের শরীরে জখমের চিহ্ন রয়েছে। মরদেহটি মাধপুর হাইওয়ে থানায় রাখা হয়েছে। মর্গে প্রেরণ করা হবে।
মরদেহটি কারো আত্মীয় বা পরিচিত মনে হলে, তাকে বা তাদেরকে থানার মোবাইল নম্বরে (০১৩২০১৮৩৭৯৫) যোগাযোগ করতে অনুরোধ করেন পুলিশের এই কর্মকর্তা।